ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ঝড়ে স্পীডবোট উল্টে যাত্রী নিহত

প্রকাশিত: ০৭:৫৫, ৯ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জে ঝড়ে স্পীডবোট উল্টে যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে স্পীডবোট উল্টে লাবিব হালদার (১০) নিহত এবং তাহমিনা (১২) নিখোঁজ হয়েছে। ১৮ যাত্রী নিয়ে স্পীডবোটটি ঝড়ের কবলে পড়ে। তবে বাকি যাত্রীরা অন্য স্পীডবোটে গন্তবে পৌঁছেছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে ঢাকার মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত লাবিব মারা যায়। সে শরীয়তপুর জেলার ফুটিকঝুড়ি এলাকার জয়নাল হালদারের পুত্র। ঢাকার মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ সাজ্জাদ হোসেন লাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে এই দুর্ঘটনায় দাদির ও ফুফাত ভাইয়ের সঙ্গে থাকা তাহমিনা নিখোঁজ রয়েছে। এই রিপোর্ট লেখার সময় তাহমিনার খোঁজে রাতের বেলায় পদ্মার দুর্ঘটনাস্থল ও আশপাশ চষে বেড়াচ্ছে তার স্বজনরা। এদিকে কন্যার নিখোঁজের সংবাদে পিতা অসুস্থ হয়ে পড়েছেন। তাহমিনার বাবা ঢাকার কামারঙ্গীরচর বড়গাঁওর বাসিন্দা ব্যবসায়ী মতি খাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহমিনা কামারঙ্গীরচর ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এক ভাই এক বোনের মধ্যে সে বড়। তাহমিনা তার দাদির বোনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি গ্রামে যাচ্ছিল।
×