ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৃথিবীর সবচেয়ে ছোট্ট নাইট ক্লাব

প্রকাশিত: ০৬:০২, ৯ মার্চ ২০১৭

পৃথিবীর সবচেয়ে ছোট্ট নাইট ক্লাব

পৃথিবীর সবচেয়ে ছোট্ট নাইট ক্লাবের তকমা পেল ব্রিটেনের ক্লাব-২৮ নামের একটি পানশালা। দেশটির রদারহ্যাম শহরের এই পানশালার উচ্চতা দুই দশমিক এক মিটার। প্রস্থ শূন্য দশমিক ৯২ মিটার। ছোট হলে কী হবে এতে নাচ-গানের ভরপুর ব্যবস্থা রয়েছে। এই ভ্রাম্যমাণ পানশালাটির মধ্যে ছয়জন দর্শক ও একজন ডিজে অবস্থান করতে পারে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোট নাইট ক্লাব হিসেবে গিনেজ বুকে এটির নাম উঠেছে। পানশালাটির ভেতরের অংশ কাঠের তৈরি। আকারে ছোট হলে কী হবে এখানে সুস্পষ্ট সাউন্ড সিস্টেম আছে। মদ পানের জন্য রয়েছে টেবিল। চোখ ধাঁধানো আলোকসজ্জার ব্যবস্থা তো রয়েছেই। আরও মজার ব্যাপার হলো, এই ভ্রাম্যমাণ পানশালায় ঢোকার জন্য আপনার পকেট একেবারে খালি হওয়ার ভয় নেই। মাত্র ৫০ পেন্স দিয়েই এক ঘণ্টার জন্য আপনি এখানে নেচেগেয়ে সময় কাটাতে পারবেন। গত বছরের সেপ্টেম্বরে রদারহ্যাম কার্নিভালে প্রথমবারের মতো এই পানশালার উদ্বোধন করা হয়। গিনেজ বুকে নাম ওঠায় এই পানশালার প্রতিষ্ঠাতা গেরার্ড জেনকিন্স ওমর বলেন, গিনেজ বুকে নাম ওঠার খবরটি সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, যেসব লোক এই ক্লাবে প্রথমবারের মতো প্রবেশ করে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। -ডেকান ক্রমিকল অবলম্বনে।
×