ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপা সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িকও নয় ॥ জি এম কাদের

প্রকাশিত: ০৬:০১, ৯ মার্চ ২০১৭

জাপা সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িকও নয় ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী আওয়ামী লীগ-বিএনপির ওপর ভরসা করতে পারছে না। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী। জাতীয় পার্টি সাম্প্রদায়িকও নয় অসাম্প্রদায়িকও নয়। তাই অনেক রাজনৈতিক দল ও ব্যবসায়ী জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। বুধবার গুলশান-১ ইমানুয়েল কনভেনশন সেন্টারে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নেওয়াজ আলী ভূঁইয়ার নেতৃত্বে দুই শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আমরা ইতিমধ্যে সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছি। মেয়াদ উত্তীর্ণ জেলায় সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে। সামনে আরও অনেকে এই দলে যোগ দেবে, কারণ জাতীয় পার্টি একমাত্র জাতীয়তাবাদী শক্তি। নরসিংদী জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, উপদেষ্টা সৈয়দ দিদার বখত, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, যুগ্ম যুববিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন।
×