ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ইসহাকসহ পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ০৫:৫৯, ৯ মার্চ ২০১৭

ইসহাকসহ পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। খুলনার বটিয়াঘাটার শহর আলী সর্দার, নজরুল ইসলাম ও সাতক্ষীরার আরও ৩ রাজাকারসহ মোট ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে স্ত্রীর মৃত্যুর কারণে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেকে প্যারোলে আজ বুধবার বেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দিয়েছেন। পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য রাজাকাররা হলো, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। ২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর এ পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চমন সাংবাদিকদের বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে আটক, নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ধর্ষণের মাধ্যমে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের এমডি আশরাফসহ ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাতক্ষীরার আরও ৩ রাজাকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করা হয়েছে। অন্যদিকে যশোরের মণিরামপুরের সিদ্দিকুর রহমান গাজী কে শ্যোন এরেস্টের পর মানবতাবিরোধী অপরধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার প্রসিকিউটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেছেন । এ সময় আদালতে এক আবেদনের শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আবেদনের তদন্তের স্বার্থে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার আদেশ চাওয়া হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। প্যারোলে মুক্তির নির্দেশ ॥ স্ত্রীর মৃত্যুর কারণে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদকে প্যারোলে বুধবার বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমপি হান্নানের আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবীর জানান, আদালত ঢাকা জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। হান্নানের পক্ষে করা আবেদনের প্রেক্ষিতে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর এমপি হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমএ হান্নানসহ (৮০) এ মামলার পাঁচ আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্য চার আসামি হচ্ছে- এমএ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ (৬২), ডাঃ খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও মোঃ হরমুজ আলী (৭৩)। পলাতক অপর তিন আসামি হচ্ছেÑ ফখরুজ্জামান (৬১), আব্দুস সাত্তার (৬৪) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।
×