ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের সামরিক হাসপাতালে জঙ্গী হামলা, নিহত ৩০

প্রকাশিত: ০৫:৫২, ৯ মার্চ ২০১৭

আফগানিস্তানের সামরিক হাসপাতালে জঙ্গী হামলা, নিহত ৩০

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে বুধবার সকালে আইএস জঙ্গীদের হামলায় অন্তত ৩০ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বুধবার সকালে চিকিৎসকের পোশাক পরে চার হামলাকারী সরদার দাউদ খান হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালটি কাবুলের মার্কিন দূতাবাসের নিকটে অবস্থিত। এ ঘটনায় হাসপাতাল ভবনের ভেতরে জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় ঘণ্টা লড়াই চলে। খবর বিবিসি ও এএফপির। ৪০০ শয্যার এই হাসপাতালের পেছন দিকে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয়। হাসপাতালে অন্যান্য চিকিৎসক ও রোগীর ওপর হামলা চালায় জঙ্গীরা। হামলার পর সরদার দাউদ খান হাসপাতালের আশপাশের কূটনৈতিক এলাকা গুলি ও বিস্ফোরকের ধোঁয়ায় ছেয়ে যায়। চিকিৎসকের পোশাক পরা বন্দুকধারীরা হাসপাতাল ভবনের ওপর তলায় অবস্থান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া স্পেশাল ফোর্সের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয়। হাসপাতালের চারদিকের ব্যস্ত সড়ক বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। স্পেশাল ফোর্সের সৈন্যরা হেলিকপ্টার থেকে হাসপাতালের মূল ভবনের ছাদে নামে। দুপক্ষের লড়াই চলার মধ্যেই হাসপাতালের ভেতরে থেকে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেছেন, আমাদের বাহিনী হাসপাতালের মধ্যে জঙ্গীদের সঙ্গে তুমুল লড়াই করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র অন্তত ৩০ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হওয়ার খবর দিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ এই হামলার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, হাসপাতালে হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। আমরা এ অপরাধীদের কখনই ক্ষমা করব না। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। তবে আফগানিস্তানের জঙ্গীগোষ্ঠী তালেবান বলেছে বুধবারের এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।
×