ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌম্য-মুশফিকের ব্যাটে লড়ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৭, ৯ মার্চ ২০১৭

সৌম্য-মুশফিকের ব্যাটে লড়ছে বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ কি সুন্দর দিন পাওয়ার অপেক্ষা। অথচ দিনের শেষ বেলায় ওপেনার তামিম ইকবাল একটি ভুল করে বসলেন। সেই ভুলে সমতায় থাকার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো। ৩৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনটিও শ্রীলঙ্কার হয়ে গেল। প্রথম ইনিংসে কুশল মেন্ডিসের ১৯৪ রানে ৪৯৪ রান করে লঙ্কানরা। মেহেদী হাসান মিরাজ (৪/১১৩) দ্বিতীয় দিনে দুর্দান্ত বল করেন। তার স্পিন ঘূর্ণিতেই বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয়দিনে ২ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। তামিম ও সৌম্য সরকার যখন অবলীলায় ব্যাট করছিলেন, তখন মনে হয়েছে প্রথমদিনটি শ্রীলঙ্কার হলেও দ্বিতীয়দিনটি স্বাগতিকদের আর থাকছে না। সেখানে ভাগ বসাতে চলেছে বাংলাদেশ। দিনটি সমতা নিয়েই শেষ করবে বাংলাদেশ। কিন্তু সৌম্যের সঙ্গে ১১৮ রানের জুটি হতেই তামিম যেন এলোমেলো হয়ে গেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি হলো। জুটিটিও আরও দূর বাড়িয়ে নেবেন কি, উল্টো অভিজ্ঞ তামিম ভুল করে বসলেন। লাকশান সান্দাকানের স্পিন ঘূর্ণিতে বলটি তামিমের বাঁ পাশ দিয়ে বের হয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার হাতে জমা হয়। আউটের আবেদন করেন ডিকওয়েলা ও সান্দাকনসহ সবাই। কিন্তু তাতে সাড়া দেন না আম্পায়ার। তাতে কি? তামিম ভুল করে ক্রিজ থেকে এক পা বের হতেই রান আউট করে দেন ডিকওয়েলা। কি ভুল। সবাই হতবাক^। সবাই হতভাগ। কি করলেন তামিম। ২৮ রানে একবার ‘নতুন জীবন’ পেয়েও ৫৭ রানে থাকা তামিম করলেনটা কি। এত সুন্দর একটি দিন মিলত। অথচ সব এলোমেলো হয়ে গেল। দিনের ১০ ওভার বাকি থাকতে তামিমের এ ভুলের খেসারতও যেন দিতে হলো বাংলাদেশকে। দিনটি যে বাংলাদেশ নিজেদের পক্ষে রাখতে পারল না। তামিমের আউটের কিছুক্ষণ পর পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে গেলেন মুমিনুলও (৭)। দুই উইকেট হারিয়ে এখন বিপদেই আছে বাংলাদেশ। ‘নতুন জীবন’ পেয়েছেন সৌম্যও। সুযোগটি সৌম্য দুর্দান্ত ব্যাটিং করে কাজেও লাগাচ্ছেন। ৬৬ রানের ইনিংস খেলেছেন। অপরাজিতও আছেন। আর তার সঙ্গে আছেন উইকেটকিপিং হারিয়ে চার নম্বরে ব্যাট করার সুযোগ পাওয়া মুশফিকুর রহীম (১*)। এ দুইজনের সঙ্গে আজ তৃতীয়দিনে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজই ভরসা। এ ছয় ব্যাটসম্যানই এখন দলকে রক্ষা করতে পারেন। যে কোন টেস্টের সকালের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এ সেশনটিতেই এখন বাংলাদেশ ব্যাটসম্যানদের উইকেট আঁকড়ে থাকতে হবে। যেভাবে বল ঘুরতে শুরু করেছে, তাতে হেরাথ, পেরেরা ও সান্দাকানের বিপক্ষে এখন কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন বাংলাদেশ ব্যাটসম্যানরা তা দেখার অপেক্ষাতেই সবাই। তামিম ভুল না করলে আর মুমিনুল আউট না হলে এখন বাংলাদেশের হাতে দশটি উইকেটই থাকত। তখন আজকের দিনটিতে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করে যাওয়া যেত। কিন্তু সেটি আর হলো না। শ্রীলঙ্কাকে বেশিদূর এগিয়ে যেতে না দিয়েও বিপদে পড়ে থাকল বাংলাদেশ। প্রথমদিনে ৪ উইকেটে ৩২১ রান করেছিল লঙ্কানরা। মনে হয়েছিল, অনেক বড় স্কোরই গড়ে ফেলবে। কিন্তু মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৫০০ রানও করতে পারেনি তারা। প্রথমদিন শেষে মিরাজ বলেছিলেন, ১৬৬ রানে অপরাজিত থাকা মেন্ডিস ও ১৪ রানে অপরাজিত থাকা ডিকওয়েলাকে দ্রুত ফেরাতে হবে। মিরাজ নিজেই সেই কথা রাখলেন। দু’জন মিলে যেই পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়লেন, দ্বিতীয়দিনেও শুভাশীষের বলে ১৮৫ রানে ‘নতুন জীবন’ পাওয়া মেন্ডিসকে (১৯৪) আউট করে দিলেন মিরাজ। এরপর ডিকওয়েলাকেও (৭৫) সাজঘরে ফেরালেন। পেরেরাকে আউট করে দিয়ে ৪ উইকেট শিকার করলেন। সঙ্গে গল স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেটও শিকার করে দেখালেন। উজ্জ্বলতা ছড়ালেন। তাতে করে ৩৯৮ রানে গিয়ে দ্বিতীয়দিনে শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ল। এরপর ৪৯৪ রানেই শেষ হয়ে গেল লঙ্কান ইনিংস। শুরু হলো বাংলাদেশের প্রথম ইনিংস। শুরুতে বিনা উইকেটেই দিনটি শেষ করার ইঙ্গিত দিলেন তামিম ও সৌম্য। যেই তামিম ভুল করে আউট হলেন। মুমিনুলও সাজঘরে ফিরলেন। তাতে দিনটি শ্রীলঙ্কার হয়ে গেল।
×