ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রেনেড ও বোমা উদ্ধার, বাড়ির মালিক ও এক মহিলা আটক

মীরসরাইয়ে বিএনপি নেতার বাড়িতে জঙ্গী আস্তানা

প্রকাশিত: ০৫:৪৫, ৯ মার্চ ২০১৭

মীরসরাইয়ে বিএনপি নেতার বাড়িতে জঙ্গী আস্তানা

সংবাদদাতা, মিরসরাই, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম। তাদের সহযোগিতায় ছিল মিরসরাই থানা পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনীর একটি স্পেশাল টিম এবং র‌্যাব সেভেন। মিরসরাই স্টেডিয়ামের পাশে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রিদোয়ানুল হকের মালিকানাধীন ‘রিদোয়ান মঞ্জিল’র দোতলা ভবনে এই আস্তানার সন্ধান মেলে। কুমিল্লায় মঙ্গলবার একটি চেকপোস্টে পুলিশের ওপর জঙ্গী হামলার ঘটনার পর রাত থেকে শুরু হয় অভিযান। চট্টগ্রামের কয়েকটি স্থানে এ অভিযান চলে। বুধবার দুপুর ১টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা সংবাদ ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কটুম্বপুর এলাকায় হাইওয়ে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলার সময় আটক করা হয় ২ জঙ্গীকে। জিজ্ঞাসাবাদে তারা মিরসরাইয়ের এই আস্তানাটির কথা জানায়। পরে রাতে পুলিশ পাহারায় বাসাটিতে অভিযান শুরু হয়। অভিযানে এই বাসা থেকে অজ্ঞাত এক মহিলাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২৯টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রেনেড, ৯টি চাপাতি, ৪০টি পাওয়ার জেল, ২৮০ প্যাকেট কার্বন স্টিল বল, ১১ কেজি বোমা তৈরির সরঞ্জাম, আইএসের কালো পোশাক ও একটি ব্যানার। তবে আটক মহিলার বিষয়ে পুলিশ যাচাইবাছাই করছে বলে তিনি জানান। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার আরও জানান, মিরসরাইয়ের এই বাসাটি গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ভাড়া নেন এর আগে আটক জঙ্গী মাহমুদ হাসান। ভাড়া নেয়ার সময় বাসাটিতে তার বোন এবং ভগ্নিপতি থাকবেন বলে জানানো হয়েছিল। কিন্তু তারা বাসায় ওঠেন মার্চ মাসের ১ তারিখে। আটক মহিলা ও উদ্ধারকৃত বোমা ও অন্যান্য সরঞ্জম কুমিল্লা থেকে আসা পুলিশ এবং মামলার তদন্ত কর্মকর্তা নিয়ে গেছেন। বিকেলে তাজা গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে বোমা বিশেষজ্ঞ দল। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা, র‌্যাব ৭ ফেনীর স্কোয়াড্রন সাফায়েত জামিল, মিরসরাই এএসপি সার্কেল মাহবুবুর রহমান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন এবং মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম। মিরসরাই এএসপি সার্কেল মাহবুবুর রহমান বলেন, আটক জঙ্গীরা ভুয়া পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নিয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রেদোয়ানকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় একটি চেকপোস্টে বাস তল্লাশির সময় পুলিশের ওপর হামলার পর সন্দেহভাজন দুই জঙ্গীকে আটক করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলো জসিম (৩০) ও হাসান (৩২)। এদের একজন পুলিশের শর্টগানের গুলিতে আহত হয়েছিল। আরেকজন বোমা নিয়ে ধানক্ষেত দিয়ে পালানোর সময় ধরা পড়ে।
×