ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ

খালেদার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলা ৬০ দিনেই নিষ্পত্তি করুন

প্রকাশিত: ০৫:৪৩, ৯ মার্চ ২০১৭

খালেদার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলা ৬০ দিনেই নিষ্পত্তি করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তর করে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের (উৎস সম্পর্কিত অংশ) পুনরায় তদন্ত খারিজাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিভিশন (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন করে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বুধবার এই আদেশ প্রদান করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ। আদেশের পর আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ আদালতে (মহানগর দায়রা জজ) বদলির আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে ছিল। মামলাটি অন্য আদালতে বদলি চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। ওই আবেদনের ওপর ৫ মার্চ শুনানি শেষে বুধবার আদেশের তারিখ ধার্য ছিল। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এ আদেশে আমরা খুশি। কেননা, বিচারিক আদালতকে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। এ আদেশ মানা বাধ্যকর। আমরা বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপীল করার প্রয়োজন নেই। গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। মামলাটি বর্তমানে রাজধানীর বকশীবাজারে অবস্থিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। আবেদনে মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আর্জি জানানো হয়। গত ১৩ ফেব্রুয়ারি মামলাটি বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ায় পরে মামলাটি বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য আবেদন করেন খালেদার আইনজীবীরা। আদেশ আজ ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের (উৎস সম্পর্কিত অংশ) পুনরায় তদন্ত খারিজাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিভিশন (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন।
×