ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে চায় ইংলিশরা

প্রকাশিত: ০৫:২২, ৯ মার্চ ২০১৭

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে চায় ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আজ। সফরে এক ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইয়ন মরগানের ইংল্যান্ড। ২-০তে এগিয়ে থাকা সিরিজে ক্যারিবীয়দের এবার হোয়াইটওয়াশ করতে চায় ইংলিশরা। অলরাউন্ডার ক্রিস ওকস যেমন বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা দারুণ খেলেছি। দ্বিতীয়টি যদিও কিছুটা চাপে পড়েছিলাম। কিন্তু জো রুটের সঙ্গ দিয়ে শেষ পর্যন্ত আমি সেই চাপ সামলে দলকে জয় এনে দিয়েছিলাম। এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চাই। দীর্ঘদিন আগের পুরনো স্বাদটা নতুন করে নিতে চাই।’ আসলেই দীর্ঘদিন। তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। সেই ১৯৮৮ ও ১৯৯১ সালে। দু’বারই দেশের মাটিতে। অন্যদিকে ইংল্যান্ডকে একবারই হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৬ সালে ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। তাই ইংল্যান্ডের কাছে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে নারাজ ওয়েস্ট ইন্ডিজও। শেষ ম্যাচ জিতে আজ সিরিজ শেষ করাই লক্ষ্য ক্যারিবীয়দের। জানিয়েছেন দলের অফস্পিনার এ্যাসলে নার্স, ‘দ্বিতীয় ম্যাচে জয়ের ভাল সুযোগ ছিল আমাদের। কিন্তু বোলাররা সেটি লুফে নিতে পারেনি। আশা করছি তৃতীয় ম্যাচে দল ভাল পারফর্ম করবে এবং হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে। শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে পারলে হারানো আত্মবিশ্বাসও ফিরে পাওয়া যাবে।’ জানুয়ারিতে ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখে ইংল্যান্ড। এখানে ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করে ইংলিশরা। দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে জয়ের পর, প্রথম দুই ওয়ানডেও জিতে নেয় ইয়ন মরগানের দল। প্রথম ওয়ানডে ৪৫ রানে ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় অতিথিরা।
×