ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্বিন-জাদেজা দু’জনই এক নম্বর

প্রকাশিত: ০৫:২২, ৯ মার্চ ২০১৭

অশ্বিন-জাদেজা দু’জনই এক নম্বর

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি টেস্ট বোলারদের র?্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে এখন ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এর মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর একইসঙ্গে দুই বোলার শীর্ষস্থান দখল করলেন। সর্বশেষ দুই বোলার যৌথভাবে শীর্ষে ছিলেন ২০০৮ সালে, দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন ও শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তবে দুই স্পিনার যৌথভাবে শীর্ষে ওঠার ঘটনা এই প্রথম। জাদেজা আগে ছিলেন দুইয়ে। মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ তিনি ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। কম যাননি অশ্বিনও। দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট। দু’জনেরই রেটিং পয়েন্ট এখন সমান ৮৯২। জাদেজার সঙ্গে আগে যৌথভাবে দুইয়ে ছিলেন সিরিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজলউড। জাদেজা এক নম্বরে ওঠায় বেঙ্গালুরু টেস্টে ৬ উইকেট নিয়েও তাই তিনে নেমে গেছেন অস্ট্রেলিয়ান এই পেসার। তার রেটিং পয়েন্ট ৮৬৩। ব্যাটসম্যানদের র?্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তার রেটিং পয়েন্ট ৯৩৬। তবে চলতি সিরিজে চার ইনিংস মিলিয়ে মাত্র ৪০ রান করা কোহলি দুই থেকে তিনে নেমে গেছেন। দুইয়ে এখন ইংল্যান্ডের জো রুট। ইংলিশ অধিনায়কের পয়েন্ট ৮৪৮, কোহলির ৮৪৭। সাবেক তারকা ফুটবলার রব্বানী হেলাল গুরুতর অসুস্থ স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সদস্য, ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম রব্বানী হেলাল কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হেলালের দ্রুত আরোগ্য ও আশু রোগমুক্তির জন্য বাফুফে এবং ঢাকা আবাহনী লিমিটেড তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
×