ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপা উৎসব উত্তরাঞ্চলের

প্রকাশিত: ০৫:২২, ৯ মার্চ ২০১৭

শিরোপা উৎসব উত্তরাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিনই জানা হয়ে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম আসরের শিরোপা জেতা নিশ্চিত করেছে বিসিবি উত্তরাঞ্চল। লীগ শেষ হওয়ার একদিন আগেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে। বুধবার ম্যাচ শেষ হতেই শিরোপা জয়ের উৎসব করল উত্তরাঞ্চলের ক্রিকেটাররা। রানার্সআপ হয়েছে দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চল শিরোপা রেস থেকে আগেই ছিটকে পড়ে। সেই রেসে থাকে উত্তরাঞ্চল। তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেক এগিয়েও থাকে। প্রতিদ্বন্দ্বী ছিল দুটি দল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। কিন্তু প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে শিরোপা জিতে উত্তরাঞ্চল। লীগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়। তাতে করে উত্তরাঞ্চলের ঝুলিতে ২২, দক্ষিণাঞ্চলের ঝুলিতে ১৬, পূর্বাঞ্চলের ঝুলিতে ১৩ ও মধ্যাঞ্চলের ঝুলিতে ১০ পয়েন্ট জমা হয়। কোন বাধা না পেয়েই তাই চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চল। প্রথমবারের মতো লীগে শিরোপা জেতার স্বাদ পেল উত্তরাঞ্চল। এরআগে মধ্যাঞ্চল দুইবার ও দক্ষিণাঞ্চল দুইবার শিরোপা জিতেছিল। এবার দুই দলকেই পেছনে ফেলল উত্তরাঞ্চল। ২০১২-১৩ মৌসুমে মধ্যাঞ্চল, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে টানা দুইবার দক্ষিণাঞ্চল ও ২০১৫-১৬ মৌসুমে আবার মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়। এবার উত্তরাঞ্চল বাজিমাত করে। বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হারের কোন সম্ভাবনা আগেই ছিল না। দলটি হারেওনি। মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচটি ড্র করে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ৭৪৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৩ রান করে দক্ষিণাঞ্চল। আর মধ্যাঞ্চল সাদমান ইসলামের ১১৩ রানে প্রথম ইনিংসে ৪১৫ রানে অলআউট হয়। ম্যাচটি ড্র হয়। ফতুল্লায় উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচের আভাসও একই মিলছিল। তাই হলো। প্রথম ইনিংসে উত্তরাঞ্চল ৩৭৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১২২ রানে ৮ উইকেটে ২৯৫ রান করে ইনিংস ঘোষণা করে। পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ২১৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৮ রান করতেই দিন শেষ হয়ে যায়। ম্যাচটি ড্র হয়। তাতে করে উত্তরাঞ্চল নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন হয়। ক্রিকেটাররাও উল্লাসে ফেটে পড়ে।
×