ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ আটে কঠিন প্রতিপক্ষ মিসরের মুখোমুখি আজ বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২১, ৯ মার্চ ২০১৭

শেষ আটে কঠিন প্রতিপক্ষ মিসরের মুখোমুখি আজ বাংলাদেশ

রুমেল খান ॥ নেহায়েত অলৌকিক কিছু না ঘটলে বা অসাধারণ নৈপুণ্য দেখানো না গেলে হয়ত আজই নিজ ভূমে পত্রপাট বিদায়পর্ব রচিত হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টু’র চারটি কোয়ার্টার ফাইনাল আজ। তারই একটিতে (দিনের শেষ ম্যাচে) বিকেল ৪টা ৫ মিনিটে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ দল। প্রতিপক্ষ খুবই কঠিন, আফ্রিকার দেশ মিসর। র‌্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে (মিসর ২০, বাংলাদেশ ৩২)। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অপর তিন কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সোয়া ৯টায় (মালয়েশিয়া বনাম শ্রীলঙ্কা), বেলা সাড়ে ১১টায় (চীন বনাম ফিজি) এবং দুপুর পৌনে ২টায় (ওমান বনাম ঘানা)। পুল ‘এ’তে বাংলাদেশ তিন পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে। এছাড়া এই গ্রুপে নয় পয়েন্ট পেয়ে মালয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন এবং ৮ পয়েন্ট নিয়ে ওমান হয়েছে রানার্সআপ। শূন্য পয়েন্টধারী ফিজি হয়েছে চতুর্থ। এদিকে পুল ‘বি’তে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে চীন। তাদের সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়েছে মিসর। ঘানা ৪ পয়েন্ট তৃতীয় এবং শূন্য পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা হয়েছে চতুর্থ। তারপরও খেলাটা যেহেতু হকি এবং যে কোন কিছু ঘটে যেতে পারে, তাই ভড়কে না গিয়ে বরং সেমিফাইনালে যাবার জন্য এবং ম্যাচে জেতার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে স্বাগতিক দল। অথচ আগের ম্যাচেই তারা যদি সমশক্তির প্রতিপক্ষ ওমানকে হারাতে পারতো, তাহলে কোয়ার্টারে পেত নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ঘানাকে। টুর্নামেন্ট শুরুর আগে তারা ঘানার সঙ্গে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলে ১টি হার, ১টি ড্র এবং ১টিতে জয় কুড়িয়ে নেয়। স্বভাবতই ঘানা ছিল বাংলাদেশের জন্য সহজ এবং চেনা প্রতিপক্ষ। সেক্ষেত্রে কোয়ার্টারে তাদের হারানোটা ছিল বলতে গেলে সহজই। এখন মিসর ঘানার চেয়ে অনেক কঠিন প্রতিপক্ষ হওয়াতে অলিভার কার্টজের শিষ্যদের জন্য শেষ চারে নাম লেখানোটা বড্ড কঠিন হয়ে গেল। চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৫-১ গোলে ফিজিকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। তবে আবারও ছন্দপতন ঘটে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে ওমানের সঙ্গে দু’দুবার গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যাওয়া। নিজেদের থেকে একধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষেই (ওমান) গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে পেরে ওঠেনি অলিভারের শিষ্যরা, সেখানে কিভাবে মিসরের বিপক্ষে জয় কুড়িয়ে নেবে, সেটা নিয়ে দেশের হকিপ্রেমীরা যথেষ্টই সন্দিহান। তবে গোলরক্ষক জাহিদ হোসেন কিন্তু স্বপ্নটা দেখালেন এভাবেই, ‘আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে এই ম্যাচে ভালও কিছু করা সম্ভব।’ বাংলাদেশ মিসরের বিরুদ্ধে সর্বশেষ খেলেছে ২০০১ সালে চ্যালেঞ্জ কাপে। সে ম্যাচে মিসরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের আসরে এবং টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ ... সবমিলিয়ে মোট ৩০টি পেনাল্টি কর্নার (পিসি) পায় বাংলাদেশ। অথচ সেগুলো থেকে গোল এসেছে ৬টি। পিসি থেকে গোল করার এমন ব্যর্থতা নিয়ে চিন্তিত দেশের হকিপ্রেমীরা। এখন দেখার বিষয়, আজকের ম্যাচে বাংলাদেশ মিসরকে হারাতে পারে কি না।
×