ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলগারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ

প্রকাশিত: ০৫:২০, ৯ মার্চ ২০১৭

এলগারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ ডিন এলগারের দারুণ এক সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ডুনেডিন টেস্টের শুরুর ধাক্কা সামলে উঠেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন শেষে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২২৯ রান। এলগার ১২৮ ও টেম্বা বাভুমা ব্যক্তিগত ৩৮ রান নিয়ে ব্যাট করছেন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দু’দল। একমাত্র টি২০তে জয় দিয়ে এবারের নিউজিল্যান্ড সফর শুরু করে ফেবারিট দক্ষিণ আফ্রিকা। এরপর ওয়ানডে সিরিজে লড়াইটা হয় সেয়ানে-সেয়ানে। পঞ্চম ও শেষ ম্যাচ জিতে ৩-২এ সিরিজ পকেটে পোরে প্রোটিয়ারা। সেই ১৯৩২ থেকে মুখোমুখি ১৫টি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজের একটিতেও জয় নেই নিউজিল্যান্ডের। এবার ঘরের মাটিতে ইতিহাস বদলাতে চায় কেন উইলিয়ামসনের দল। টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ব্যাটিং নেয়ায় অনেকেই অবাক হন। কারণ ২০১১ সালের পর গত ৬ বছরে নিউজিল্যান্ডের মাটিতে টস জিতে প্রতিটি দলই আগে ফিল্ডিং করেছে। এতদিন এটাই হয়ে উঠেছিল অঘোষিত নিয়ম। দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর মনে হচ্ছিল সিদ্ধান্তের জন্য পস্তাবেন ডুপ্লেসিস। তবে ডিন এলগারের দারুণ সেঞ্চুরিতে দূর হয়েছে দুর্ভাবনা। সারাদিনে ৯০ ওভারে মাত্র ২২৯, রান রেট ২.৫৪Ñ গত ১০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমদিনে এত কম রান রেট নেই আর কোন দলেরই। তারপরও দিনটি দক্ষিণ আফ্রিকার, উইকেট যে হারিয়েছে তারা মাত্র ৪টি। শুরুর বিপর্যয়ের পর সফরকারীদের জন্য যেটি বেশ তৃপ্তিদায়ক। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ রানেই তৃতীয় এবং ১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় অতিথিরা। কিন্তু দারুণ ব্যাটিং করে ১২৮ রানে অপরাজিত ওপেনার এলগার। টস-সিদ্ধান্তের চ্যালেঞ্জটা নিতে সেনাপতি ডুপ্লেসিসও (৫২) প্রায় দাঁড়িয়ে গিয়েছিলেন। উইকেট বেশ মন্থর, বাউন্সও অসমান। আগের তিন টেস্টের দুটিতেই ম্যাচসেরা টিম সাউদিকে বাদ দিয়ে নিউজিল্যান্ড এই ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে নামে। তবে দুই স্পিনার মিচেল স্যান্টনার ও জিতেন প্যাটেল সারাদিনে উইকেটের দেখা পাননি। পতন হওয়া চার উইকেটই নিয়েছেন পেসাররা। ওপেনার স্টিভেন কুককে (৩) ফিরিয়ে শুরু করেছিলেন ট্রেন্ট বোল্ট। নিল ওয়াগনার এক ওভারেই ফেরান হাশিম আমলা (১) ও জেপি ডুমিনিকে (১)। সেখান থেকে এলগার ও ডুপ্লেসিসের লড়াই। এলগার অবশ্য জীবন পান একবার। ৩৬ রানে বোল্টের বলে উইকেটের পেছনে লেগ সাইডে তার ক্যাচ নিতে পারেননি বিজে ওয়াটলিং। আর সুযোগ দেননি সারাদিনে। অধিনায়কের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন ১২৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৪০ ওভার টিকে যাওয়া জুটি ভাঙ্গেন জিমি নিশাম। শর্ট বলে ৫২ রান করে ফেরেন ডুপ্লেসিস। এরপরও ম্যাচে ফিরতে পারেনি কিউইরা। বাজে ফর্মে থাকা টেম্বা বাভুমাকে (৩৮*) পারেনি দ্রুত ফেরাতে। পঞ্চম উইকেটে এলগার-বাভুমা গড়েছেন ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি। ১৯৭ বলে এলগার ছুঁয়েছেন সেঞ্চুরি। এ নিয়ে ৭টি সেঞ্চুরি করে ফেললেন ৩২ টেস্টে। দিনশেষে অপরাজিত ২৬২ বলে ১২৮ রান নিয়ে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২২৯/৪ (৯০ ওভার; কুক ৩, এলগার ১২৮*, আমলা ১, ডুমিনি ১, ডুপ্লেসিস ৫২, বাভুমা ৩৮*; বোল্ট ১/৪৪, ওয়াগনার ২/৫৯, প্যাটেল ০/৬০, স্যান্টনার ০/৩২, নিশাম ১/২৯)। ** প্রথমদিন শেষে
×