ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোলাপী বলে মেয়েদের টেস্ট

প্রকাশিত: ০৫:১৯, ৯ মার্চ ২০১৭

গোলাপী বলে মেয়েদের টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ নারীদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাড লাইটের নিচে সাদা পোশাকে লড়বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের নারী দল। জানা গেছে চলতি বছর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নারী দলের এ্যাশেজের একমাত্র টেস্টটি হবে গোলাপি বলে। আগামী ২২ অক্টোবর ব্রিসবেনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি দিয়ে শুরু ঐতিহ্যবাহী দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই। ২৬ ও ২৯ অক্টোবর পরের দুটি ম্যাচ নিউসাউথ ওয়েলসের মাঠ কোফস হারবোরে অনুষ্ঠিত হবে। আর দিবা-রাত্রির একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ৯ নভেম্বর। নর্থ সিডনি ওভালে অনুষ্ঠিত হবে টেস্টটি। পরবর্তীতে একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ দু’দলের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ মাঠে গড়াবে। এর আগে ২০১৫ সালে ইতিহাসে সর্বপ্রথম দিবা-রাত্রির ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। এরপর আমিরাতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজও একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচে অংশ নেয়। আর ২০১৭-১৮ মৌসুমে পুরুষদের এ্যাশেজ সিরিজেও প্রথমবারের মতো রাখা হয়েছে একটি দিবা-রাত্রির টেস্ট। টি২০’র দাপটে ইদানীং টেস্টের জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে বিশেজ্ঞদের ধারণা। অভিজাত আঙিনার ক্রিকেটের আগ্রহ বাড়াতে সর্বোচ্চ সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) দিবা-রাত্রির টেস্টসহ অনেক ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে। পাকিস্তানে বিশ্ব একাদশের ম্যাচ! স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সফলভাবে পিএসএলের (পাকিস্তান সুপার লীগ) ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় কপাল খুলতে যাচ্ছে দেশটির। পাকিস্তানে বিশ্ব একাদশ দল পাঠানোর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানের এক খবরে এমনটা জানান হয়েছে। চলতি বছরের শেষে স্বাগতিক জাতীয় দলের সঙ্গে চার ম্যাচের টি২০ সিরিজ খেলার জন্য পাকিস্তনে দল পাঠাতে পারে আইসিসি। পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠী মনে করেন আবারও পাকিস্তানে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। খবরে প্রকাশ, লাহোরে আগামী ২২, ২৩, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ম্যাচগুলো হতে পারে। বিশ্ব একাদশের সঙ্গে ওই সিরিজ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা চালিয়ে যাচ্ছে। ‘আমি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আমরা বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। দেশের মাটিতে সামনের বছরগুলোতে সিরিজের জন্য আলোচিত দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি। লাহোরে পিএসএল পাকিস্তানে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দ্বার উন্মুক্ত করেছে।’ বলেন নাজাম শেঠী।
×