ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গলে আলো ছড়ালেন মিরাজ

প্রকাশিত: ০৫:১৮, ৯ মার্চ ২০১৭

গলে আলো ছড়ালেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মেন্ডিস ও ডিকওয়েলাকে দ্রুত ফেরাতে হবে।’ -গল টেস্টের প্রথমদিন শেষে বলেছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দ্রুত ফেরানো না গেলেও এ দুই ব্যাটসম্যানকেই আউট করেছেন মিরাজ। সঙ্গে প্রথমদিনে ওপেনার করুনারতেœ ও দ্বিতীয়দিনে দিলরুয়ান পেরেরাকে আউট করে ৪ উইকেট শিকার করেন। তাতেই উজ্জ্বলতা ছড়ান মিরাজ। গলে নৈপুণ্য দেখান। অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে গত বছর আলো ছড়িয়েছিলেন মিরাজ। অভিষেক টেস্ট সিরিজটি তো স্মরণীয় করে রাখেন। তার দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টে কুপোকাত হয় ইংল্যান্ড। পুরো সিরিজে ১৯ উইকেট নিয়ে আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও ভারতের বিপক্ষে একটি টেস্টে ২ উইকেট করে নিয়েছিলেন। গল টেস্টে চেনা উইকেট পেয়েই জ্বলে ওঠেন। নিয়ে নেন ৪ উইকেট। শ্রীলঙ্কাতে প্রথমবার খেলতে এসেই বাজিমাত করেছেন মিরাজ। প্রথমদিনে ৪ উইকেটে ৩২১ রান করে ফেলে শ্রীলঙ্কা। মেন্ডিস ১৬৬ রানে ও ডিকওয়েলা ১৪ রানে অপরাজিত ছিলেন। মিরাজ দিনশেষে বলেছিলেন, ‘ওদের চার ব্যাটসম্যান এরই মধ্যে বিদায় নিয়েছে। এখন ওদের শেষ দুই মূল ব্যাটসম্যান রয়েছে। মেন্ডিস, ডিকওয়েলাকে দ্রুত ফেরাতে পারলে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এই উইকেটে বেশি রান করতে পারবে না। আমাদের লক্ষ্য থাকবে, সকালে ওদের দু’জনের উইকেট তুলে নেয়ার।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘এরপর ব্যাটসম্যানরা যদি ভাল খেলে তাহলে আমরা ভাল জায়গায় থাকব। এখানে উইকেটে মানিয়ে নিতে একটু সময় লাগবে। এরপর সহজেই খেলা যাবে। তাদের কাজটা সহজ করতে আমাদের লক্ষ্য শ্রীলঙ্কাকে যত কম সময়ে অলআউট করা যায়।’ মিরাজই সেই কাজটি করে দেখালেন। শ্রীলঙ্কার হাতে থাকা ৬ উইকেটের ৩টিই মিরাজ তুলে নেন। মধ্যাহ্ন বিরতির আগেই মেন্ডিস ও ডিকওয়েলাকেও সাজঘরে ফেরান। বিদেশের মাটিতে মিরাজের সর্বোচ্চ সাফল্য ছিল ক্রাইস্টচার্চে ৫৯ রানে ২ উইকেট। বুধবার সেটাকে ছাড়িয়ে গেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে ১১৩ রান খরচ করে ৪ উইকেট দখল করেছেন এই স্পিনার। মিরাজের বলে ১৯৪ রান করা মেন্ডিস লংঅনে তামিমের দারুণ এক ক্যাচে আউট হন। তার ঝুলিয়ে দেয়া বলটি বেরিয়ে এসে ছক্কা মারতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু তামিমের হাতে তালুবন্দী হয়ে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে। ২৮৫ বল খেলে ১৯ চার ও ৪ ছক্কায় মেন্ডিস তার ১৯৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। মিরাজ তাকে বিদায় না করলে বাংলাদেশের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করতো। মিরাজ তৃতীয় উইকেট হিসেবে শিকার করেছেন ডিকওয়েলাকে। মাহমুদুল্লাহর হাতে তালুবন্দী হয়ে ডিকওয়েলা ফিরে যান সাজঘরে। ৭৬ বলে ৬ চার ও ১ ছক্কাতে দ্রুত ৭৫ রানের ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষ শিকার হিসেবে দিলরুয়ান পেরেরাকে এলবিডাবলিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। এর আগে প্রথমদিনের শুরুতেই ৩০ রান করা করুনারতেœকে ফেরান মিরাজ। তার বলে কাট করতে গিয়ে ক্লিন বোল্ড হন করুনারতেœ। সবমিলিয়ে বেশ কয়েকবার লঙ্কান ব্যাটসম্যানদের বিপদে ফেলেছিলেন তিনি। প্রথমদিন শেষে ১২ ওভার বল করে ৬৬ রান খরচায় একটি উইকেট নিয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। দ্বিতীয়দিন আরও ৩টি উইকেট নিয়ে নেন। শুধু বল হাতেই আলো ছড়াননি মিরাজ। দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে লঙ্কানদের হতাশ করেছেন এই অলরাউন্ডার। আগেরদিন মেন্ডিস-চান্দিমাল জুটি যখন চোখ রাঙাচ্ছিল, তখনই মুস্তাফিজের কাটারে গালিতে দাঁড়ানো মিরাজ ক্ষিপ্র গতিতে ক্যাচ নিয়ে বিদায় করেছেন চান্দিমালকে। বুধবারও এটা অব্যাহত রেখেছেন মিরাজ। শেষ উইকেটে লাকশান সান্দাকান ব্যাটিং করছিলেন। তখন বোলিং প্রান্তে সদ্যই আবারও টেস্টের সেরা অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসান। পুরো দেড় দিনে একটি উইকেটও পাননি তিনি। অবশেষে মিরাজের দুর্দান্ত ক্যাচে খরা কাটে সাকিবের। মিডঅফে দাঁড়ানো মিরাজ ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন, আর তাতেই ৪৯৪ রানে থেমে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। ফিল্ডিংয়ে উজ্জ্বলতা ছড়ান মিরাজ। আর গলে বাংলাদেশ বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেটই নিয়ে ফেললেন মিরাজ। উজ্জ্বলতা ছড়ালেন।
×