ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমেডি আর রোমাঞ্চের আবহে ॥ আলিয়া-বরুণ

প্রকাশিত: ০৫:০২, ৯ মার্চ ২০১৭

কমেডি আর রোমাঞ্চের আবহে ॥ আলিয়া-বরুণ

২০১৪ সালের ১১ জুলাই মুক্তি পেয়েছিল রোমান্টিক কমেডি সিনেমা ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া।’ করণ জোহর প্রযোজিত ছবিটি পরিচালনা করেছিলেন নতুন পরিচালক শশাঙ্ক খৈতান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট। বক্স অফিসে সাফল্যের চমক দেখানো সেই বলিউডি সিনেমার ধারাবাহিকতায় আবারও নির্মিত হয়েছে তেমনি আরেকটি কমেডি রোমান্টিক ধাঁচের ছবি ‘বাদরিনাথ কী দুলহানিয়া।’ ছবির গল্পে ভিন্নতা রয়েছে, গল্পের পটভূমিও সম্পূর্ণ আলাদা, পাত্রপাত্রীও নতুন। নতুন এ ছবিটি মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। ‘বাদরিনাথ কী দুলহানিয়া’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট। এ ছবিরও প্রযোজক করণ জোহর, পরিচালক ও ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’র পরিচালক শশাঙ্ক খৈতান। বলিউডে আজকাল কোন সিনেমা বক্স অফিসে ভাল সাফল্য পেলে তার সিক্যুয়াল নির্মাণের প্রবণতা সৃষ্টি হয়েছে। ‘বাদরিনাথ কী দুলহানিয়া’ এবং ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’ ছবি দুটির নামে অনেকটা সাদৃশ্য রয়েছে, একই প্রযোজনা সংস্থা থেকে দুটি ছবিই নির্মিত হয়েছে। দুটি সিনেমার কাস্টিংও প্রায় একই। প্রযোজক করণ জোহর এবং পরিচালক শশাঙ্ক খৈতান কমেডি রোমান্টিক ধাঁচের ‘দুলহানিয়া’ সিরেজের সিনেমার ফ্রাঞ্চাইজি চালু করেছেন বলিউডে বিনোদনের নানা আকর্ষণীয় উপাদানে পরিপূর্ণ সিনেমার কদর সব সময়েই রয়েছে। এন্টারটেইনিং সিনেমার ধরন আগের চেয়ে অনেকটা বদলেছে। কিন্তু বিনোদন আয়োজনের কমতি ঘটেনি। ‘বাদরিনাথ কী দুলহানিয়া’ তেমনি একটি এন্টারটেইনিং সিনেমা। দর্শকদের মধ্যে ছবিটিকে ঘিরে তুমুল আগ্রহ কৌতূহল সৃষ্টি হয়েছে এর মধ্যেই। এর অন্যতম কারণ ছবির প্রধান দুই তারকা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। এই মুহূর্তে বলিউডে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত জনপ্রিয় তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন তারা দুজনেই। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে তাদের অভিষেক ২০১২ সালে। প্রথম অভিনীত ছবিতেই বরুণ-আলিয়া দর্শকদের মনোযোগ আকর্ষণে সক্ষম হন। তাদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি, সবাইকে মুগ্ধ করেছিল। সেই থেকে বরুণ আলিয়া তরুণ প্রজন্মের দর্শকদের দারুণ পছন্দের জুটি হিসেবে বিবেচিত হচ্ছেন। সেই জনপ্রিয়তার কারণে প্রযোজক করণ জোহর তাদের কাস্ট করে ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’ ছবিটি নির্মাণ করেন এবং সফলতা অর্জন করেন। সফল পর্দা জুটি হিসেবে বরুণ আলিয়া পর পর দুই ছবিতে দর্শকদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন। একসঙ্গে দুই সিনেমায় রোমান্টিক জুটি হিসেবে অভিনয় করতে গিয়ে তাদের দুজনের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। বলিউডে বরুণ-আলিয়ার আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার জানা। যদিও আলিয়া ভাটের সঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির আরেক সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রার বন্ধুত্বের চেয়ে আরও গভীর সম্পর্ক গড়ে ওঠার নানা গুঞ্জন চাউর হয়েছে ইতোমধ্যে। কয়েক মাস আগে করণ জোহরের জনপ্রিয় টিভি চাট শো কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন বরুণ ধাওয়ান-আলিয়া ভাট দুজনেই। দুই জনপ্রিয় তরুণ বয়সী নায়ক-নায়িকার অন্তরঙ্গ, আলাপচারিতায় তাদের খুনসুটিতে দর্শক অনেক মজার অনুভব করেছেন। বরুণ এবং আলিয়া দুজনই বলিউডের ফিল্মি পরিবারের সন্তান। বরুণের বাবা ডেভিড ধাওয়ান এক সময়ে লাগাতার সুপার ডুপার হিট হিন্দী ছবি বানিয়েছেন। বলিউডের একজন জনপ্রিয় চিত্র নির্মাতা হিসেবে তার খ্যাতি রয়েছে। তারই সন্তান বরুণ ধাওয়ান গত চার পাঁচ বছরে হিন্দী চলচ্চিত্রে একজন ব্যস্ত চাহিদাসম্পন্ন নায়ক হিসেবে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন। কমেডি, রোমান্টিক, এ্যাকশন, সিরিয়াস সব ধরনের রোলেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা হিসেবে তার নামটি এখন বেশ আলোচিত। ওদিকে আলিয়া ভাটও বিখ্যাত ফিল্মি পরিবার থেকে এসেছেন। তার বাবা মহেশ ভাট বলিউডের নামী-দামী চিত্র নির্মাতা প্রযোজক। আলিয়ার সৎ বড় বোন পূজাভাট এক সময়ে হিন্দী সিনেমায় নায়িকা হিসেবে ঝড় তুলেছিলেন। আলিয়ার মা সোনিরাজদানও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। টিন এজড নায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ ঘটলেও গত চার-পাঁচ বছরে একজন মেধাবী সুঅভিনেত্রী হিসেবে উজ্জ্বল এক অবস্থানে পৌঁছে গেছেন আলিয়া। এখন হিন্দী সিনেমার ভাল অভিনেত্রীদের কাতারে তাকে ভাবা যায় অনায়াসেই। ‘হাইওয়ে, ‘উড়তা পাঞ্জাব, ‘কাপুর এন্ড সন্স’, ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগি’- ছবিগুলোতে আলিয়া নিজেকে বিচিত্র সব চ্যালেঞ্জিং রোলে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে ইদানীংকার হিন্দী সিনেমায় আলিয়া ভাটকে একজন যথার্থই সুপার স্টার বিবেচনা করা যায়। শাহরুখ খানের মতো সিনিয়র তারকা অভিনেতার সঙ্গে গত বছর তাকে দেখা গেছে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। সেখানে তিনি শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে অনবদ্য অভিনয় করেছেন। এবার হাল্কা মেজাজের কমেডি রোমান্টিক ঘরানার সিনেমা ‘বাদরিনাথ কী দুলহানিয়া’য় আলিয়া-বরুণ অভিনয় করেছেন দুই বিপরীতমুখী স্বভাবের একজোড়া তরুণ-তরুণী ভূমিকায়। দুজনের মধ্যে প্রচুর অমিল এবং বৈপরীত্য থাকলেও এক সময়ে উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট হয় প্রচ-ভাবে। তাদের দ্বন্দ্ব-সংঘাত, খুনসুটি, ঝগড়া বিবাদ, প্রেম, রোমাঞ্চÑ সবই তুলে ধরা হয়েছে হাল্কা মেজাজের কমেডির মাধ্যমে। যা দর্শকদের আনন্দময় আবহের মধ্যে বেশ কিছুটা সময় ধরে রাখবে সন্দেহ নেই। ‘বাদরিনাথ কী দুলহানিয়া’ ছবির মুক্তির প্রাক্কালে এ ছবির নায়িকা আলিয়া ভাটকে হত্যার হুমকি দেয়া হয়েছে অপরিচিত নম্বরের ফোন থেকে। লক্ষেèৗর একটি ব্যাংক শাখায় ৫০ লাখ রুপি জমা করার জন্য হুমকিদাতা দাবি জানিয়েছে। আলিয়ার সঙ্গে তার বাবা মহেশভাট এবং মা সোনিরাজাদানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। টেলিফোনে হত্যার হুমকি দেয়ার প্রেক্ষিতে আলিয়া ভাট স্বাভাবিকভাবে আহত হয়েছেন। যখন তিনি মুক্তি প্রতীক্ষিত ‘বাদরিনাথ কী দুলহানিয়া’ ছবির প্রচারণায় রাত-দিন ব্যস্ত সময় পার করছেন ঠিক সেই মুহূর্তে আলিয়া ভাটকে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। হত্যার হুমকির প্রেক্ষিতে তার মনোভাব জানতে চেয়েছিলেন মিডিয়ার লোকজন। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমার পাশে যখন আমার বাবা আছেন তখন আমি কোন হুমকিতে ভয় পাই না। আমি মনে করি আমার বাবা এবং পুলিশ বাহিনীর লোকজন যথেষ্ট সাহসী, আমি এ জন্য নিজেকে কোনভাবেই অনিরাপদ মনে করি না। তারা সব কিছুই ঠিকভাবে সামলে নেবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ ৫০ লাখ রুপি দাবি করে হত্যার হুমকিদাতাকে অবশেষে পুলিশ শনাক্ত করতে পেরেছেন। সম্প্রতি আলিয়া ভাটসহ তার বাবা ও মাকে হত্যার হুমকিদাতা লক্ষ্মৌর এক দোকানদারকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
×