ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিঠা উৎসব

প্রকাশিত: ০৪:৪৭, ৯ মার্চ ২০১৭

পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাঙালীর যে কোন উৎসব আনন্দে মিশে আছে রকমারি পিঠা। বুধবার সিরাজদিখান উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার বিভিন্ন ধরনের প্রায় ২৫ রকমের পিঠা প্রদর্শিত হয়। পাটিসাপটা, খেঁজুর পিঠা, হাতকুলি,জামাই পিঠা, ডিম পিঠা, ফুল পিঠাসহ বিভিন্ন পিঠা স্থান পায় উৎসবে। উক্ত পিঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান, প্রকৌশলী আমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ। মাদক নির্মূলে লিফলেট নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৮ মার্চ ॥ আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নির্মূলে মাঠে নেমেছে জেলা পুলিশ। এ উপলক্ষে বুধবার পুলিশের পক্ষ থেকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছ। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডাঃ কানিজ হোসেন জাহান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাব সভাপতি এম রায়হানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
×