ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাদের পরিচয় আমরা বাঙালী ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৫, ৯ মার্চ ২০১৭

আমাদের পরিচয় আমরা বাঙালী ॥ সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ মার্চ ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বর্তমান সরকার ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি দেশের সকল মানুষের একটিই পরিচয় আমরা বাঙালী। ১৯৭১ সালে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িকতা, ক্ষুদ্র জাতি স্বার্থ ভুলে দেশের মুক্তির জন্য জীবন বাজি রেখে সবাই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকার সকলের ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলার পতœীতলা উপজেলা সদরে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি’র ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকীউল্লাহ, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পতœীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী প্রমুখ। জাফলংয়ে মাটি চাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট ॥ গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুম এলাকায় পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোস্তাকিন মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। তিনি সপ্তাহখানেক ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় কলোনিতে বসবাস করে আসছিলেন। জানা গেছে, বুধবার সকালে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তে শ্রমিকের কাজ করছিল মোস্তাকিন। এ সময় হঠাৎ গর্তটির পাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
×