ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবাবগঞ্জে ডাকাতের অস্ত্রের আঘাতে কৃষক নিহত

প্রকাশিত: ০৪:৪৫, ৯ মার্চ ২০১৭

নবাবগঞ্জে ডাকাতের অস্ত্রের আঘাতে কৃষক নিহত

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ৮ মার্চ ॥ কাঁঠালীঘাটার চান্দারভিটা এলাকায় মঙ্গলবার রাতে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সত্তর বেপারী (৭০) নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। নিহতের পুত্রবধূ রিনা বেগম জানান, রাত তখন আনুমানিক পৌনে ৩টা। আমার শ্বশুর-শাশুড়ি ও আমি পাশাপাশি রুমে ছিলাম। ১৬-১৭ জনের ডাকাতদল তাদের বাড়িতে হানা দেন। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার শ্বশুর-শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এই সময় ডাকাতরা সত্তর বেপারী ও তার স্ত্রী হাসিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তবে এলাকাবাসী ডাকাতদলের খবর পেয়ে চিৎকার করলে ডাকাতদল মূল্যবান জিনিসপত্র না নিয়েই পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সত্তর বেপারীকে মৃত বলে ঘোষণা করেন। হাসিনা বেগম আহত অবস্থায় এখনও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
×