ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৪:৪৪, ৯ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বুধবার নীলফামারী, কিশোরগঞ্জ ও সাতক্ষীরায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া বাগেরহাটে আহত হয়েছে ২৫ বাসযাত্রী। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : নীলফামারী ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে আব্দুস সালাম নামের ছয় বছরের শিশু। বুধবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে ডোমার-দেবীগঞ্জ সড়কের বড়রাউতা ইউনিয়ন পরিষদপাড়া এলাকায়। নিহত শিশুটি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। শিশুটি স্থানীয় ফুলকুড়ি একাডেমি স্কুলের প্লে গ্রুপের ছাত্র ছিল। কিশোরগঞ্জ ॥ করিমগঞ্জে ট্রাক্টর চাপায় ফয়সাল (৭) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার জাফরাবাদ বাদেশ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-চামটা সড়কের মহব্বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী লরি ট্রাক্টর জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর এলাকায় শিশুটিকে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা ॥ ট্রাক চাপায় সাব্বির হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় কলারোয়া উপজেলার কেরালগাতা ইউনিয়নের সিংগা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কলারোয়া উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ। বাগেরহাট ॥ মোরেলগঞ্জে বুধবার বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাফিন সাফিন পরিবহনের গাড়ি ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী দ্রুতগামী ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে।
×