ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৪৩, ৯ মার্চ ২০১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ২০১৬ সালের বার্ষিক পরীক্ষায় ৭ম থেকে ১০ম শ্রেণীর ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ১৫ স্কুল ও মাদ্রাসার ২০৪ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ আল আমিন, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের কাজী, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ম্যাজিস্ট্র্রেট শামীমা সুলতানা, মোগলবাসা দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ। স্কুলে সুবর্ণজয়ন্তী নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৮ মার্র্চ ॥ সেরাজুল হুদা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়টি ছিল আনন্দমুখর। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, ইউএনও তরফদার মাহমুদুর রহমান, আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে শুরুতে স্মারক বক্তব্য দেন গ্রামের কৃতীসন্তান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তাফিজুর রহমান।
×