ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ৭ মার্চ পালন

প্রকাশিত: ০৪:৩৮, ৯ মার্চ ২০১৭

ভিয়েনায় ৭ মার্চ পালন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে ৭ মার্চ বিকেলে “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। এতে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, আতিক ম-ল, সেলিম ম-ল, সওকত হোসেন প্রমুখ। নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণটি ছিল একটি সাহসী জাতির প্রত্যয়ী উচ্চারণ। তাঁর প্রতিটি কথা দূরবিস্তারি অনুরণন তুলেছিল। বাঙালিদের আন্দোলিত করেছিল, উদ্বেলিত করেছিল, উজ্জীবিত করেছিল। পৌঁছে দিয়েছিল প্রত্যয়ের একটি চূড়ায়। ‘বঙ্গবন্ধুর সুঠাম বাক্যের সেই জাদুময় ভাষণ সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাঙালীদের এক একজন রণ সৈনিকে পরিণত করেছিল।’ –বিজ্ঞপ্তি
×