ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক চাই

প্রকাশিত: ০৪:২৯, ৯ মার্চ ২০১৭

নিরাপদ সড়ক চাই

সব সংবাদকে পিছে ফেলে এখন শীর্ষে উঠে এসেছে সড়ক দুর্ঘটনার খবর। সংবাদপত্রের পাতায় প্রতিদিনই থাকছে এই বিষয়ে খবর। এই যে সড়কপথে প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন ( একটি দৈনিক পত্রিকার খবর অনুযায়ী ২২ দিনে ২১৫ জন ) তাঁদের জীবনের কি কোনো মূল্যই নেই? যাদের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে, কিংবা যারা পরিকল্পিতভাবে যানবাহনের চাপায় একজন মানুষকে পিষে মারছে তাদের জীবনই মূল্যবান? কবে এসবের অবসান হবে? আদৌ কি আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বন্ধ হবে? একটি সড়ক দুর্ঘটনা একটি সংসারের জন্য সারা জীবনের কান্না। যার যায় সেই বোঝে। একথা সবাইকে বিশ্বাস করতে হবে, প্রতিটি মানুষের জীবনই মূল্যবান। সে যেই হোন। সেই জীবনকে যারা ট্রাকের তলায় পিষে মারে, যারা কাউকে চিরতরে পঙ্গু করে দেয়, তাদের আইনের আওতায় আনা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, এটা তো হতে পারে না। এবারে শ্রমিক অবরোধ বা ধর্মঘট আহবান করা হয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে। মিশুক মুনির ও তারেক মাসুদ হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সব সম্ভবের দেশ বাংলাদেশ। সেই আদালতের রায়ের বিরুদ্ধে প্রথমে একটি অঞ্চলে, পরে সারা দেশে ধর্মঘট আহবান করা হলো। দেশের মানুষ ৩৯ ঘন্টা ধরে চরম দুর্ভোগ পোহাল, অবশেষে শর্তহীন ভাবে শেষ হলো নানা নাটকীয়তার সেই ধর্মঘট বা অবরোধ। ঢাকার অদূরে সাভারে নারী হত্যাকারী এক ট্রাক চালকের মৃত্যুদন্ড হয়েছে, সেটিকে দুর্ঘটনা বলা যায় না প্রকৃত ভাবে। পত্রিকার খবর অনুযায়ী আসামী পরিকল্পিতভাবে এক মহিলার উপর ট্রাক তুলে দিয়ে তাকে হত্যা করেছে। তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরপরও আসামী নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে উচ্চ আদালতে যেতে পারতেন। কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধা তো দেখাননি, বরং আইন নিজের হাতে তুলে নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এসব ঘটছে সংবিধান রক্ষার শপথ গ্রহণকারী একাধিক ক্ষমতাধর ব্যক্তির মদদে। বলা হয়, যন্ত্রদানব যারা চালায় এদের নাকি বিচারের জন্য তেমন আইন নেই দেশে। মোটর ভেহিক্যাল আইন নামে একটি আইন আছে, কিন্তু তাতে সব্বোর্চ শাস্তি মাত্র ছয় মাসের। মানুষ মারার মতো বিশাল কাজে এত তুচ্ছ শাস্তিতে আগ্রহ নেই তেমন কারও। তাই বিচার তো দূরের কথা, মামলাই হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা আমজনতা নিরাপদ সড়ক চাই। প্রয়োজনে সংসদে নতুন আইন নিয়ে আলাচনা করতে হবে, নতুন আইন করতে হবে।। একটি সভ্য রাষ্ট্র হিসাবে দাবি করতে হলে, নিরাপদ সড়ক করার জন্য যা যা করার, রাষ্ট্রকে তা করতে হবে। সড়ক নিরাপদ রাখতেই হবে। আদমদীঘি, বগুড়া থেকে
×