ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাগরণী থিয়েটারের ২২ বছর পূর্তি সাভারে ‘চেয়ারম্যান নাট্যোৎসব ২০১৭’ শুরু আজ

প্রকাশিত: ০৪:১৯, ৯ মার্চ ২০১৭

জাগরণী থিয়েটারের ২২ বছর পূর্তি সাভারে ‘চেয়ারম্যান নাট্যোৎসব ২০১৭’ শুরু আজ

সংস্কৃতি ডেস্ক ॥ জাগরণী থিয়েটারের প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের উদ্যোগে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘চেয়ারম্যান নাট্যোৎসব-২০১৭’। উৎসবে বাংলাদেশের ৪ এবং ও ভারতের ২টিসহ মোট ৬ নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে এ উৎসব শুরু হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে সাভার উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। উৎসবের উদ্বোধনী দিনে আজ মঞ্চস্থ হবে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। মাহফুজা হিলালী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আগামীকাল শুক্রবার ভারতের বিচিত্রা নাট্য সংস্থা মঞ্চস্থ করবে নাটক ‘দেবতার বলি’। সিদ্ধার্থ চক্রবর্তী ও শুভাশীষ হালদার রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অরিন্দম ঘোষ, অশোক দাস ও চন্দন চক্রবর্তী। ১১ মার্চ শনিবার থিয়েটার মঞ্চায়ন করবে মারুফ কবির রচিত ও নির্দেশিত নাটক ‘মায়ানদী’। ১২ মার্চ রবিবার বুনন থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘সিক্রেট অফ হিস্টোরি।’ আনন জামান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছে শুদ্ধ হাসান। উৎসবের শেষদিন ১৩ মার্চ সোমবার জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘ট্রেন টু পাকিস্তান’। খুশবন্ত সিংয়ের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশা মঈনুল হক তারিফ। একই দিন ভারতের রবীন্দ্র নগর নাট্যায়ূধ মঞ্চায়ন করবে নাটক উইলিয়াম শেক্সপিয়রের ‘ছৌ ম্যাকবেথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দানি কর্মকার। নাটক মঞ্চায়ন ছাড়াও আয়োজনে প্রতিদিন থাকছে গুণীজন সংবর্ধনা। এবারের উৎসবে রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশিদ, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, গাজী রাকায়েত, এসএ হক অলিক, এএইচ এম নোমান খান, শিলা সাহা, আহম্মেদ গিয়াস, আনন জামান, ঠান্ডু রায়হান, মাহফুজা হিলালী ও দেবাশীষ ঘোষকে সংবর্ধনা দেয়া হবে। এ উৎসব প্রসঙ্গে উদ্যোক্তা সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলম সমর বলেন আমি মনে প্রাণে বাংলা সংস্কৃতি লালন করি। সংস্কৃতিক অঙ্গনে কিছুটা হলেও করার চেষ্টা করি। এছাড়া বঙ্গবন্ধু এবং তার সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে দেশমাতৃকার সেবা আমার অন্যতম ব্রত। আমি মনে করি সাংস্কৃতিক কর্মীরাই দেশের মূল আদর্শ। তারাই দেশের ঐতিহ্য ও কৃষ্টিকে লালন করে। তাই তাদের প্রমোট করতে আমি নাট্যচর্চার মতো বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় এবারের নাট্যোৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি এই আয়োজনের মাধ্যমে সাভারের সাংস্কৃতিক কর্মী তথা নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে। উৎসবের সাফল্যের জন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। উৎসবের আহ্বায়ক এবং জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা জানান, উৎসব উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এই উৎসবের মাধ্যমে সাভারের সংস্কৃতিক আন্দোলন অনেকটাই বেগবান হবে। পাশাপাশি সাভারের স্থানীয় সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণ হিসেবে কাজ করবে এই উৎসব। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
×