ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ডিভাইস বান্ডেল অফার’ আনল রবি ও এয়ারটেল

প্রকাশিত: ০৪:১৮, ৯ মার্চ ২০১৭

‘ডিভাইস বান্ডেল অফার’ আনল রবি ও এয়ারটেল

গ্রাহকদের জন্য সম্প্রতি আকর্ষণীয় ‘ডিভাইস বান্ডেল অফার’ এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় চাহিদা অনুযায়ী বিভিন্ন ওয়ালটন হ্যান্ডসেটের সঙ্গে বান্ডেল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। প্রিমো ই এইট, প্রিমো ই এইট প্লাস, প্রিমো এফ সেভেন, প্রিমো জিএফ ফাইভ মোবাইল হ্যান্ডসেটগুলোর সঙ্গে গ্রাহকরা ৩৯০ মিনিট বোনাস টক টাইম (রবি-এয়ারটেল), ১৫০ মিনিট বোনাস টক টাইম (রবি/এয়ারটেল থেকে অন্য অপারেটরে) এবং ৯ জিবি ডাটা উপভোগ করতে পারবেন। বোনাসটি তিন মাসে সমান ভাগ করে প্রদান করা হবে। অন্যদিকে প্রিমো আরএক্স ফাইভ ও প্রিমো এস ফাইভ হ্যান্ডসেটগুলোতে ৩৯০ মিনিট বোনাস টক টাইম (রবি-এয়ারটেল), ১৫০ মিনিট বোনাস টক টাইম (রবি/এয়ারটেল থেকে অন্য অপারেটরে) ও ১৫ জিবি ডাটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা যা তিন মাসে সমান ভাগে ভাগ করে প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি স্মার্টফোনের দাম কমাল হুয়াওয়ে বাংলাদেশের বাজারে জনপ্রিয় তিনটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। বিশ^খ্যাত লাইকা ব্র্যান্ডের ডুয়েল লেন্স ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি নাইন এখন কেনা যাবে মাত্র ৪৪,৯০০ টাকায়, যার পূর্বের মূল্য ছিল ৪৭,৯৯০ টাকা। এছাড়া পি নাইন লাইটের মূল্য ২২,৯০০ টাকা থেকে কমিয়ে ২১,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বল্প বাজেটের মধ্যে তরুণদের পছন্দের স্মার্টফোন মডেল জিআর ফাইভ মিনির দাম ১৬,৯৯০ টাকা থেকে কমিয়ে ১৫,৫০০ টাকা ধার্য করা হয়েছে। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং এ প্রসঙ্গে বলেন, আমাদের মানসম্মত স্মার্টফোনগুলো সম্মানিত গ্রাহকদের জন্য সহজলভ্য করতেই আমরা দাম কমানোর পদক্ষেপ নিয়েছি। হুয়াওয়ের প্রতি বাংলাদেশী গ্রাহকদের ভালবাসার প্রতিদান দিতে আমরা ভবিষ্যতে বিভিন্ন আঙ্গিকে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের সমাহার নিয়ে আসার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। -অর্থনৈতিক রিপোর্টার
×