ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই শেফার্ডের দর বেড়েছে ৪৪০ শতাংশ

প্রকাশিত: ০৪:১৪, ৯ মার্চ ২০১৭

প্রথম দিনেই শেফার্ডের দর বেড়েছে ৪৪০ শতাংশ

বস্ত্র খাতের নতুন কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ৪৪ টাকা বা ৪৪০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৪ টাকা দরে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৪৫ টাকা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। কোম্পানিটির এ্যাডজাস্টেড ওপেনিং প্রাইজ ছিল ১০ টাকা। এদিন শেয়ারটির দর ৩৭ টাকা ১০ পয়সা থেকে ৫৪ টাকা ১০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১৫ হাজার ৪৯৩ বারে ৯২ লাখ ৯৭ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ছিল ৪৬ কোটি ৪ লাখ টাকা। শেফার্ডের অনুমোদিত মূলধন রয়েছে ১৯০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২৪ কোটি ২০ লাখ টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ১২ কোটি ৪২ লাখ ৫ হাজার ৯৮৬টি শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন ফারইস্ট নিটিংয়ের পরিচালক বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আসিফ মঈন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আসিফ মঈন ১৫ লাখ বোনাস শেয়ার বেচবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৮ কোটি ১ লাখ ৬৩ হাজার ৫০৬টি শেয়ার আছে। উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদবিসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×