ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৩, ৯ মার্চ ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ইতিবাচতকায় লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রবণতা। তবে এদিন দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, শেফার্ড ইন্ড্রাস্টিজ, কেয়া কসমেটিক, বিডি থাই, ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এএফসি এ্যাগ্রো ও বেক্সিমকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইসলামিক ফাইন্যান্স, সালভো কেমিক্যাল, সিটি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বিডি থাই, এএফসি এ্যাগ্রো, পূবালী ব্যাংক, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড ও ফাস ফাইন্যান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলহাজ ট্ক্সেটাইল, প্রাইম ফাইন্যান্স, রিপাবলিক, মতিন স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, লাফার্জ সুরমা সিমেন্ট, সাফকো স্পিনিং, হামিদ ফেব্রিক্স ও এনভয় টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
×