ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টোকিও, সিউল ও বেজিং সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:১০, ৯ মার্চ ২০১৭

টোকিও, সিউল ও বেজিং সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন সফর করতে যাচ্ছেন। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপানের জলসীমায় পড়ার মাত্র একদিন পর এ সফরের ঘোষণা দেয়া হলো। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর একথা জানায়। খবর এএফপির। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মার্কিন কূটনীতিক হিসেবে এ অঞ্চলে প্রথম সফরে টিলারসন ওই তিন দেশের কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। আগামী ১৫ থেকে ১৯ মার্চ তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টনার বলেন, প্রতিটি দেশে টিলারসন উত্তর কোরিয়ার অত্যাধুনিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় কৌশলগত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অর্থনীতি ও নিরাপত্তা স্বার্থ জোরদারে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। টিলারসন আগামী ১৫ মার্চ টোকিও এবং সেখান থেকে ১৭ মার্চ সিউল ও ১৮ মার্চ বেজিং যাবেন। শিকার ধরতে গিয়ে... ভারতের গুজরাট রাজ্যের বিদ্যানগর এলাকার এক সিংহী শিকার ধরতে গিয়ে কুয়োয় পড়ে যায়। ক্ষিদের জ্বালায় শিকারের জন্য একটি বুনোশুয়োরকে তাড়া করে এক সিংহী। কোনদিকে খেয়াল ছিল না বলে ১৫ ফুট গভীর কুয়োয় গিয়ে পড়ে। কুয়োর মধ্যে শুয়োর-সিংহের লড়াই অবশ্য দেখা যায়নি। দুটি পশুই কুয়োয় পড়ে কিছুটা হতভম্ব হয়ে যায়। পরে যদিও সিংহীটি গর্জন শুরু করে। বন কর্মকর্তাদের চেষ্টায় তাদের কুয়ো থেকে তুলে বনে ছেড়ে দেয়া হয়। -জি নিউজ নিঃশেষ হয়ে যাবে বরফ! বিশ্বের বিভিন্ন দেশের সরকার বর্তমানে পরিবেশ বিপর্যয় নিয়ে শঙ্কিত হলেও বিজ্ঞানীরা জানিয়েছেন, একবিংশ শতাব্দীর মধ্যেই সুমেরু অঞ্চলের বরফ নিঃশেষ হয়ে যাবে। এর ফলে পোলার বিয়ার ও অন্যান্য পশুপাখির জীবন বিপন্ন হবে। তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে করে এই শতকের গ্রীষ্মকালগুলোতে সুমেরুর বরফ ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে। -জি নিউজ
×