ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেজর হাফিজসহ বিএনপির ২১ নেতার বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৮:৩৪, ৮ মার্চ ২০১৭

মেজর হাফিজসহ বিএনপির ২১ নেতার বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে ভাটারা থানার এক মামলায় তাদের বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহানাজ সুলতানা আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এদিকে রমনা থানার এক মামলায় বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দশদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম আব্দুল আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন। ভাটারা থানার মামলায় আগামী ১২ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। হাফিজ উদ্দিনসহ ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে শিমুল বিশ্বাস, মারুফ কামাল খানসহ নয়জন অনুপস্থিত ছিলেন। বিচারক এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে অজ্ঞাত পরিচয় আসামিরা।
×