ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবা-ছেলেকে গুলি করে ১৫ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ০৮:১৯, ৮ মার্চ ২০১৭

বাবা-ছেলেকে গুলি করে ১৫ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বাবা-ছেলেকে গুলি করে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানম-িতে এক চিকিৎসকের বাসায় কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তাসলিমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তেজগাঁওয়ে আফরা আনিকা মৈত্রী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকা-ে ছেলের পর বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মতিঝিল সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বাবা ছেলেকে গুলি করে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন অডিট ভবনের হিসাবরক্ষক শামসুল হক (৫০) ও তার ছেলে ধর্ম মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার আশরাফুল হক অপু (২৮)। তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয়রা ও পুলিশ সাংবাদিকদের জানায়, গুলিবিদ্ধ বাবা শামসুল হক ও ছেলে আশরাফুলের বাসা বাসাবো এলাকায়। বিকেলে তারা দুজন সেগুনবাগিচা থেকে কাজ সেরে রিক্সায় করে বাসার দিকে যাচ্ছিলেন। রিক্সা মতিঝিল বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছলে মোটরসাইকেলে তিনজন ব্যক্তি গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি গুলি করে। পরে দুবর্ৃৃত্তরা তাদের কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় শামসুল হক দুই পা ও ডান হাতে এবং আশরাফুল পেট ও পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটা ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, দুজনের কাছে বেশি টাকা ছিল না। এমনও হতে পারে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে ভুল তথ্য ছিল। চিকিৎসকের বাসার গৃহকর্মী মৃত্যু ॥ মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, ধানম-িতে এক চিকিৎসকের বাসার গৃহকর্মী রঞ্জিতা আক্তারের (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জিতার বাবার নাম আনিসুর রহমান। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। সোমবার গভীর রাতে পুলিশ ধানম-ির ১৪ নম্বর রোডের ৬/এ নম্বর ভবনের ডি/১ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ একজনের মৃত্যু ॥ কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকার একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে ছেলের পর এবার দগ্ধ পিতা শাহজাহান খলিফার (৬৫) মৃত্যু হয়েছে। দশদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। নিহত শাহজাহানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশখালি গ্রামে।
×