ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয় ॥ মঈন খান

প্রকাশিত: ০৮:০৮, ৮ মার্চ ২০১৭

বিএনপি নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয় ॥ মঈন খান

স্টাফ রিপোর্টার ॥ নিবন্ধন হারানোর ভয়ে বিএনপি ভীত নয় মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। সরকার বিএনপিকে ভয় পাচ্ছে বলেই নিবন্ধন হারানোর ভয় দেখিয়ে তাদের অধীনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, রাজনীতি মানুষের মৌলিক অধিকার। কেউ রাজনীতি করবে কি করবে না, তার সার্টিফিকেট লাগবে না কি তা একান্তই নিজেদের ব্যাপার। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুর মিলিয়ে কিছু বুদ্ধিজীবী বলছেন, বিএনপিকে নির্বাচনে যেতে হবে রেজিস্ট্রেশন বাঁচাতেই। একটি রাজনৈতিক দলের নির্বাচনে যেতে রেজিস্ট্রেশন কোন কারণ হতে পারে না। অনেক দল আছে যারা রাজনীতি করে আনন্দ পায়, তারা নির্বাচনে যায় না। কারও ইচ্ছা হলে নির্বাচনে যাবে, নয়তো যাবে না। এখানে রেজিস্ট্রেশনের প্রশ্ন আসছে কেন? তিনি বলেন, বিএনপি নিবন্ধন রক্ষা বা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ক্ষমতার যাওয়ার জন্য, অনৈতিকভাবে লাভবান হতে এবং ভাল থাকার জন্য রাজনীতি করে। ড. মঈন খান বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়টি জানতে পেরেছি। দেশের তিন দিকে ভারত, আর একদিকে সমুদ্র। যে দেশের তিন দিকে বন্ধুরাষ্ট্র সে দেশের প্রতিরক্ষার প্রশ্ন উঠবে কেন? বন্ধুরা কেন আমাদের প্রতিরক্ষা দিতে উৎসুক হয়ে উঠেছেন? কেনইবা আমাদের সরকার প্রতিরক্ষার প্রয়োজনে এতো দুশ্চিন্তায়? সরকারকে ১৬ কোটি মানুষের কাছে এ প্রশ্নের জবাব দিতে হবে।
×