ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নারী উন্নয়ন নীতি থাকলেও বাস্তবায়ন নেই’

প্রকাশিত: ০৭:৫৯, ৮ মার্চ ২০১৭

‘নারী উন্নয়ন নীতি থাকলেও বাস্তবায়ন নেই’

স্টাফ রিপোর্টার ॥ ২০১১ সালে নারীর অধিকার ও ক্ষমতায়ন জোরদার করতে নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে ২০১৩ সালে নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকালের দিকনির্দেশনা নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু নারী নীতির বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন এখনও অনেকটা পিছিয়ে। নারী উন্নয়ন নীতি থাকলেও তার বাস্তবায়ন নেই। নারী উন্নয়নের নীতিমালা বাস্তবায়ন না হলে আগামী এক শ’ বছরেও নারীর ক্ষমতায়ন লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. নাজনীন আহমেদ। মঙ্গলবার জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়োজিত ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ও বাল্যবিবাহ’ শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তা হিসেবে নাজনীন আহমেদ এ মন্তব্য করেন।
×