ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিনথিয়া খান

টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন ফেলিক্স

প্রকাশিত: ০৬:৩৪, ৮ মার্চ ২০১৭

টোকিও অলিম্পিক নিয়ে ভাবছেন ফেলিক্স

অন্তত আরেকটি অলিম্পিকে দৌড়াতে চান। গত বছর রিও ডি জেনিরোয় অলিম্পিকে নিজের ষষ্ঠ স্বর্ণপদক জিতেছেন। এবার টোকিও অলিম্পিকে সেটার পুনরাবৃত্তি করতে চান মার্কিন ট্র্যাক এ্যান্ড ফিল্ড সম্রাজ্ঞী এ্যালিসন ফেলিক্স। সব চিন্তাভাবনা আর পরিকল্পনা এখন ২০২০ সালটা নিয়েই। এমনটাই জানিয়েছেন ২০০ ও ৪০০ মিটার দৌড়ের এ রানী। ৩১ বছর বয়সী ফেলিক্স রিও অলিম্পিকে ৪ী১০০ ও ৪ী৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় করেন। যদিও লন্ডনে ২০১২ সালে এ দুটি ইভেন্ট ছাড়াও ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ২০০৮ সালে বেজিংয়ে জিতেছিলেন ৪ী৪০০ মিটার রিলের স্বর্ণ। সবমিলিয়ে ৬ স্বর্ণ। এর সঙ্গে আছে ৩টি রৌপ্যপদকও। ৯ পদক নিয়ে সাবেক জ্যামাইকান গ্রেট মারলিন ওটির সঙ্গে স্বর্ণ জয়ের টাই এই মুহূর্তে। নতুন রেকর্ড স্থাপন করতে চান ফেলিক্স টোকিও অলিম্পিকে। ক্যারিয়ারের পঞ্চম অলিম্পিকে অংশ নিয়েও আরেকটি রেকর্ড গড়ার চিন্তা তার। এ বিষয়ে ফেলিক্স বলেন, ‘হ্যাঁ, আমি ভাবছি এটা আসলে করতেই চাই। আমি এখনও এই ক্রীড়া নিয়ে খুব উৎসাহী। সবচেয়ে বড় যে বিষয়টি আমি গত বছর বুঝেছি তা হচ্ছে এখন আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমি জানি যে আমি আগের চেয়ে অনুশীলনে বেশ সপ্রতিভ থাকতে পারি এবং কম প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও তাই সমস্যা নেই।’ গত অলিম্পিকেও ফেলিক্সের লক্ষ্য ছিল ২০০ ও ৪০০ মিটারে দারুণ কিছু করার। কিন্তু ইনজুরিতে পড়েন অনুশীলনের সময়। একটি বলের ওপর পা পড়ে আছাড় খেয়েছিলেন এবং সে ঘটনায় গোঁড়ালি মচকে যায় তার। পরে পুরো মৌসুমেই এ দুই ইভেন্টে সেভাবে অংশ নিতে পারেননি। অবশ্য ইউএস অলিম্পিক ট্রায়ালের আগে ফিটনেস ফিরে পেয়েছিলেন। অনেক সংগ্রামের পর কোনক্রমে ঠাঁই করে নিয়েছিলেন ৪০০ মিটারের প্রতিযোগিতায়। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ০.০৭ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জয় করেন। তবে এবার লন্ডনে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপস দিয়ে সব ইভেন্টে ফিরতে চান ফেলিক্স।
×