ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-২ চেলসি

শিরোপার পথে আরেকধাপ এগিয়ে চেলসি

প্রকাশিত: ০৬:৩১, ৮ মার্চ ২০১৭

শিরোপার পথে আরেকধাপ এগিয়ে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে শিরোপার পথে আরেকধাপ এগিয়ে গেছে চেলসি। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে দ্য ব্লুজরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। দারুণ জয়ে চেলসির হয়ে গোল করেন ইডেন হ্যাজার্ড ও দিয়াগো কোস্টা। স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যানুয়েল লানজিনি। এবার ইপিএলে চেলসির সামনে কোন দলই বাধা হয়ে দাঁড়াতে পারছে না। শুধু তাই নয়, বর্তমানে প্রতিপক্ষ হিসেবে এ্যান্টোনিও কন্টের দলের আশপাশে নেই কেউই। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চেলসির পেছনে রয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে দুটি দলের মধ্যে রয়েছে ১০ পয়েন্টের পার্থক্য। ২৭ ম্যাচে চেলসির পয়েন্ট সর্বোচ্চ ৬৬। সমান সংখ্যক ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৫৬। লন্ডনে ওয়েস্টহ্যামের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চেলসি। তবে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় হ্যাজার্ড, কোস্টাদের। ২৫ মিনিটে ডি বক্স থেকে ওয়েস্টহ্যামের রক্ষণভাগে বল নিয়ে আসেন পেড্রো। হ্যাজার্ডকে পাস দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। কয়েকজনকে কাটানোর পর গোলরক্ষককেও ফাঁকি দেন বেলজিয়াম তারকা। ৪১ মিনিটে আবারও এগিয়ে যেতে পারত চেলসি। পেড্রোর জোরালো শট ল্যানজিনির পা লেগে হ্যাজার্ডের কাছে ফিরে আসে। এরপর বেলজিয়াম স্ট্রাইকারের বুলেট গতির নেয়া শট আটকে দেন স্বাগতিক গোলরক্ষক। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। প্রথম গোলদাতা হ্যাজার্ডের কর্নার থেকে গোলটি করেন কোস্টা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের এটি চলতি মৌসুমে ইপিএলে ১৭ নম্বর গোল। দুই গোলে এগিয়ে যাওয়া চেলসি অনেকটাই নির্ভার হয়ে খেলতে থাকে। এই সুযোগে ম্যাচে ফিরতে আক্রমণের পসরা সাজায় ওয়েস্টহ্যাম। সুযোগও আসে, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অবশেষে ম্যাচের শেষ সময়ে (৯২ মিনিট) সান্ত¡নাসূচক একটি গোল পরিশোধ করেন লানজিনি। মৌসুমের এখনও অনেকটা পথ বাকি থাকলেও লীগ টেবিলে চেলসি অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তবে আত্মতুষ্টিতে ভুগে কোনরকম ভুল করতে রাজি নন দলটির কোচ এ্যান্টোনিও কন্টে। শিষ্যদের তাই মাটিতে পা রাখার পরামর্শই দিয়েছেন দলটির কোচ। ম্যাচ শেষে কন্টে বলেন, স্বপ্ন দেখা ভাল, কিন্তু মাটিতে আমাদের পা রাখা গুরুত্বপূর্ণ। ম্যাচটি চলাকালে গ্যালারিতে চেলসি সমর্থকদের ‘আমরা লীগ জিততে যাচ্ছি’ গানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কিন্তু শিরোপা জয় নিয়ে এখনও সতর্ক কন্টে। ইতালিয়ান এই কোচ বলেন, আমাদের অবশ্যই আরও ২৬ পয়েন্ট নেয়ার চিন্তা করতে হবে। ধাপে ধাপে এগোতে হবে। চলতি মৌসুমেই ইংলিশ লীগে নাম লেখান কন্টে বলেন, অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, এখন থেকে শেষ পর্যন্ত প্রত্যেক প্রতিপক্ষ আমাদের হারাতে চাইবে। এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।
×