ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সার কোচ হতে চান জাভি

প্রকাশিত: ০৬:৩১, ৮ মার্চ ২০১৭

বার্সার কোচ হতে চান জাভি

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার কোচ হিসেবে লুইস এননিকের চলতি মৌসুমই শেষ। এনরিকে নিজেই দিয়েছেন বিদায়ের ঘোষণা। এখন তাই কাতালানরা নতুন কোচের সন্ধানে। শোনা যাচ্ছে কয়েকজনের নাম। এ তালিকায় এবার শোনা গেল ক্লাবটির সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজের নামও। বার্সিলোনার সঙ্গে জাভির আত্মার সম্পর্ক। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু। এরপর বার্সার বি টিমে। খেলেছেন মূল দলে। প্রায় আঠারো বছর। শিরোপা জিতেছেন অনেক। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পাড়ি জমিয়েছেন কাতারের আল সাদ ক্লাবে। কিন্তু বার্সার জন্য এখনও মনটা ভীষণ কাঁদে জাভি হার্নান্দেজের। আর তাই তো আবারও বার্সিলোনায় ফিরতে চান তারকা প্লে-মেকার। জাভির আগ্রহের কারণে নতুন মোড় নিয়েছে সব। তবে আলোচনা থামিয়ে দিয়েছেন জাভি নিজেই। মুন্সীগঞ্জে কাবাডি টুর্নামেন্ট শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পুলিশ লাইন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাবাডি ফেডারেশনের সদস্য সচিব ও অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান হাবিব বিপিএম, পিপিএম। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম’র সভাপতিত্বে এতে আরও অংশ নেন সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ হারুন-অর-রশীদ, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ। উদ্বোধনী খেলায় টঙ্গীবাড়ি উপজেলা একাদশ ৫৯-১৬ পয়েন্টে সিরাজদিখান উপজেলা একাদশকে হারিয়ে শুভ সূচনা করে। দিনের অপর খেলায় মুন্সীগঞ্জ সদর উপজেলা ৪৫-২৪ পয়েন্টে লৌহজং উপজেলা একাদশকে হারিয়ে দেয়। এই টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলা এবং দু’টি পৌসভার মোট আটটি দল অংশ নিচ্ছে। দেশের জাতীয় খেলার এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এখানে উৎসব আমেজ বিরাজ করছে।
×