ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাত্র ৪৭ টেস্টেই ২৫ বার ইনিংসে ৫ উইকেট

অশ্বিনের আরও একটি রেকর্ড

প্রকাশিত: ০৬:৩০, ৮ মার্চ ২০১৭

অশ্বিনের আরও একটি রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচে ৮ শিকারের পথে একাই অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন তারকা অফস্পিনার। এ নিয়ে ক্যারিয়ারে ২৫তম বারের মতো ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়ে কিউই গ্রেট স্যার রিচার্ড হ্যাডলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন। টেস্ট ইতিহাসে সবমিলিয়ে মোট ১০ জন বোলার ২৫ বা তার বেশিবার ইনিংসে ৫ উইকেট নিতে পেরেছেন। মাত্র ৪৭ টেস্টেই ২৫ বার ৫ উইকেট হয়ে গেল অশ্বিনের। হ্যাডলির রেকর্ডটি ছিল ৬২ টেস্টে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি ও বোলিংয়ে গুরুত্বপূর্ণ সব রেকর্ডের মালিক মুত্তিয়া মুরলিধরন এখানে তিন নম্বরে। লঙ্কান স্পিন কিংবদন্তির লেগেছিল ৬৩ টেস্ট। ভারতের হয়ে ২৫ বার ৫ উইকেটের কীর্তি আছে আর কেবল দু’জনের। অশ্বিনদের বর্তমান কোচ অনিল কুম্বলের লেগেছিল ৮৬ টেস্ট। সাবেক লেগস্পিনার থেমেছিলেন ৩৫ বার ৫ উইকেট নিয়ে। হরভজন সিংয়ের ২৫ পূর্ণ করতে লেগেছিল ৯৩ টেস্ট। কম ম্যাচের বিষয়টি বাইরে রখলে সর্বোপরি সবচেয়ে বেশিবার ৫ উইকেটের রেকর্ডটা মুরলিধরনের, ৬৭ বার। কেবল তাই নয়, প্রাক্তন লেগ স্পিনার বিষেন সিং বেদিকে ছাড়িয়ে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন অশ্বিন। ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছিলেন বেদি। ৪৭ টেস্টেই তাকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। গত বাংলাদেশ সিরিজে দ্রুততম আড়াই ’শ উইকেটের নতুন রেকর্ড গড়া অশ্বিনের উইকেট সংখ্যা এখন ২৬৯টি। ভারতীয়দের মধ্যে তার ওপরে আছেন জহির খান (৩১১ উইকেট), হরভজন সিং (৪১৭ উইকেট), কপিল দেব (৪৩৪ উইকেট), অনিল কুম্বলে (৬১৯ উইকেট)। সর্বোপরি টেস্ট ইতিহাসের সর্বাধিক ৮০০ উইকেটের মালিক মুরলিধরন। ৭০৮ শিকারে দ্বিতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্ন। কুম্বলে ছাড়া টেস্টে ৫ শ’র বেশি উইকেট আছে কেবল গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও কোর্টনি ওয়ালসের (৫১৯)। জালালাবাদ গ্যাসের বার্ষিক ক্রীড়া স্পোর্টস রিপোর্টার ॥ জালালাবাদ গ্যাস কোম্পানির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার এমসি কলেজ মাঠ সিলেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড টি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম। কোম্পানির ১৫ আঞ্চলিক অফিসের কয়েক শ’ প্রতিযোগী এই ক্রীড়া আসরে অংশ নেন। বিভিন্ন ইভেন্টের পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো, মহিলাদের মিউজিক্যাল পিলো পাসিং, অতিথিদের হাঁড়ি ভাঙ্গা ও রশি টানাটানি ছিল প্রধান আকর্ষণ।
×