ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের দুর্ভাগ্যের হার ওমানের কাছে

প্রকাশিত: ০৬:২৯, ৮ মার্চ ২০১৭

বাংলাদেশের দুর্ভাগ্যের হার ওমানের কাছে

রুমেল খান ॥ ঐতিহাসিক ৭ মার্চের দিনে যদি জয়টা আসতো, তাহলে ব্যাপারটা হতো নিঃসন্দেহে দারুণ সুখকর। সেই সঙ্গে নেয়া হয়ে যেত দুই বছর আগে হারের প্রতিশোধটাও। কিন্তু কোথায় প্রতিশোধ, উল্টো হারের তেঁতো স্বাদ পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবার সুনীল স্বপ্নটাও ভেঙ্গে হয়ে গেল ধূলিসাৎ! ‘ওয়ার্ল্ড হকি লীগে (রাউন্ড-টু)’ পুল ‘এ’তে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কাছে ২-৩ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে বাংলাদেশের আক্ষেপÑ ম্যাচে এগিয়ে ছিল তারাই এবং সেটা দু’দুবার! বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ০-৩ গোলে মালয়েশিয়ার কাছে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে ফিজিকে হারায়। মঙ্গলবারই অপর তিন ম্যাচে মালয়েশিয়া ১১-১ গোলে ফিজিকে, চীন ৫-১ গোলে শ্রীলঙ্কাকে এবং মিসর টাইব্রেকারে ৫-৩ (১-১) গোলে হারায় ঘানাকে। বুধবার খেলার বিরতি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে (স্থান নির্ধারণী) ম্যাচে খেলবে সকাল সোয়া ৯টায় মালয়েশিয়া বনাম শ্রীলঙ্কা, বেলা সাড়ে ১১টায় চীন বনাম ফিজি (র‌্যাঙ্কিং ২০), দুপুর পৌনে ২টায় ওমান বনাম ঘানা এবং বিকেল ৪টায় বাংলাদেশ বনাম মিশর। পুল ‘এ’তে বাংলাদেশ তিন পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। এছাড়া এই গ্রুপে নয় পয়েন্ট পেয়ে মালয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন এবং ৮ পয়েন্ট নিয়ে ওমান হয়েছে রানার্সআপ। শূন্য পয়েন্টধারী ফিজি হয়েছে চতুর্থ। এদিকে পুল ‘বি’তে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে চীন। তাদের সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়েছে মিসর। ঘানা ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শূন্য পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা হয়েছে চতুর্থ। প্রতিপক্ষ ওমান ছিল সমশক্তির (র‌্যাঙ্কিংয়ে ওমান ৩১, বাংলাদেশ ৩২)। ম্যাচের শুরুতে গোল করে বাংলাদেশ এগিয়ে গেলে পুরো খেলা পর্যবেক্ষণ করলে দেখা গেছে খেলায় বাংলাদেশ আশানুরূপ খেলেনি। প্রচুর ভুল পাস খেলেছে। জায়গা বড় করে খেলতে পারেনি। ম্যান মার্কিং করে খেলতে পারেনি। পিসিগুলোর বেশিরভাগই কাজে লাগাতে পারেনি। বল দখলের লড়াইয়ে পিছিয়ে গেল। এ নিয়ে আন্তর্জাতিক ম্যাচে ওমানের কাছে টানা তৃতীয়বারের মতো হারল বাংলাদেশ। ২০১৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ২-৪ এবং ২০১৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হকি ওয়ার্ল্ড লীগে টাইব্রেকারে ২-০ (৩-৩) গোলে ওমানের কাছে হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে ওমান জিতেছে ৪ ও বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ। অপর ম্যাচটি ড্র হয়। ম্যাচ শেষে চাপে হোক, লজ্জায় হোক কিংবা আত্মবিশ^াসের অভাবেই হোকÑ মিডিয়ার সামনেই আসেননি বাংলাদেশ দলের জার্মান কোচ অলিভার কার্টজ। তিনি পাঠান দলীয় গোলরক্ষক জাহিদ হোসেনকে। তিনি বলেন, ‘ম্যাচের প্রথম কোয়ার্টারে আমরা ভাল খেললেও খেই হারিয়ে ফেলি দ্বিতীয় কোয়ার্টারে। সেখানেই একাধিক গোল হজম করে ফেলি এবং ছন্দ হারিয়ে ফেলি। এরপরও যে গোলের সুযোগগুলো পেয়েছি, তা কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচের প্রতিপক্ষ মিসর। তাদের খেলা আমরা দেখেছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে তাদের বিরুদ্ধে আমাদের জেতার সমূহ সম্ভাবনা আছে।’ জাহিদের ভাষ্যমতে, বাংলাদেশ মিসরের বিরুদ্ধে সর্বশেষ খেলেছে ২০০১ সালে, চ্যালেঞ্জ কাপে। সে ম্যাচে মিসরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ-ওমান ম্যাচের ৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার (পিসি) পায় স্বাগতিকরা। মিলনের পুশ স্টপ করেন সারোয়ার। হিট করেন আশরাফুল ইসলাম। কিন্তু বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়। দ্বিতীয় পিসি পেয়ে যায় বাংলাদেশ। এবার মিলনের পুশে দারুণ হিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন (১-০)। ১৪ মিনিটে কাউন্টার এ্যাটাকে ডি-বক্সের মধ্যে গোলরক্ষক অসীম গোপকে আশরাফ আল নাসির ফেলে দিলে পেনাল্টি স্ট্রোক পায় ওমান। চোট পেয়ে টার্ফ ছেড়ে যান অসীম। তার বদলে পোস্টের নিচে আসেন গোলরক্ষক জাহিদ। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ওমানের দলীয় অধিনায়ক জান্দাল বায়েত (১-১)। ম্যাচের ১৭ মিনিটে অধিনায়ক-ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির বাড়িয়ে দেয়া বল পেয়ে ভুল না করে ওমানের গোলরক্ষক নোফলি ফাহাদের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রোমান সরকার (২-১)। আবারও লিড নেয় বাংলাদেশ। এরপরই পতনের শুরু বাংলাদেশের। রক্ষণের ভুলে দুই মিনিটে দুই গোল হজম করে বসে তারা। ২৫ মিনিটে ওমানকে সমতায় ফেরান মুহান্না আল হাসানি। সাতারি সাফির হিট রুখে দেন জাহিদ। ফিরতি বলে গোল করেন হাসানি মুহানা (২-২)। এর এক মিনিট পর বাংলাদেশের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে খালিদ আল বাতাসির গোলে ম্যাচে লিড নেয় ওমান। বাতাসি খালিদ দুর্দান্ত ড্রাগ এ্যান্ড পুশে গোল করেন (৩-২)। ম্যাচ শেষ হবার দু’মিনিট আগে পিসি পায় বাংলাদেশ। তবে সুযোগ হাতছাড়া করেন চয়ন। শেষ পর্যন্ত হার নিয়েই টার্ফ ছাড়ে কার্টজের শিষ্যরা।
×