ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোকোভিচের আদর্শ ফেদেরার

প্রকাশিত: ০৬:২৯, ৮ মার্চ ২০১৭

জোকোভিচের আদর্শ ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি, পারিবারিক সমস্যায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন রজার ফেদেরার। বিশ্বের সাবেক এ এক নম্বর তারকা রেকর্ড ১৭ গ্র্যান্ডসøাম জয়ের পর ৫ বছর আর কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি। বয়স হয়ে গেছে ৩৫। অনেকেই বলছিলেন এখন ফেদেরারের সময় হয়েছে অবসরে যাওয়ার। কিন্তু হাল ছাড়েননি এ সুইস তারকা। যার সুফল পেয়েছেন এ বছরের শুরুতেই। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে। ফুরিয়ে যাননি সেটাই যেন জানিয়ে দিলেন টেনিস বিশ্বকে। গত ৫ বছরে দাপট দেখিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। তবে জোকোভিচ এখন মুগ্ধ ফেদেরারের ওপর। তিনি মনে করেন যখন ফেদেরারের বয়সে পৌঁছুবেন এটা হবে নিজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমানে এটিপি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে নেমে গেছেন জোকোভিচ। ২৯ বছর বয়সী এ সার্বিয়ান এখন থেকেই ফেদেরারকে অনুসরণ করতে শুরু করেছেন। ১২ গ্র্যান্ডসøাম জয় করা জোকোভিচকে সবাই মনে করছেন ফেদেরারের রেকর্ড ভাঙ্গার ক্ষেত্রে অন্যতম উপযুক্ত। ফেদেরার ২০১২ সালে উইম্বলডন জয়ের পর আর কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি মাঝে। ছিল বেশ কয়েকটা ইনজুরির ধাক্কা। এছাড়া পারিবারিক সমস্যা তো ছিলই। অনেকেই বলাবলি করছিলেন আর পুরনো রূপে ফিরে আসতে পারবেন না এ সুইস টেনিস তারকা। কিন্তু সেটাকে ভুল প্রমাণ করেছেন এবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করে। গত বছর জুলাইয়ে সর্বশেষ কোন র‌্যাঙ্কিং টুর্নামেন্ট জিতেছিলেন তিনি। তারপর মর্যাদাপূর্ণ আসর বলতে জিতলেন এই অসি ওপেনটাই। ফেদেরার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন সব টুর্নামেন্টে অংশ না নিয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোতেই শুধু খেলা চালিয়ে যাওয়ার।
×