ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাস গড়ার স্বপ্ন বার্সিলোনার

প্রকাশিত: ০৬:২৮, ৮ মার্চ ২০১৭

ইতিহাস গড়ার স্বপ্ন বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ইতিহাস গড়তে হবে বার্সিলোনাকে। এ লক্ষ্যেই আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামছে কাতালানরা। ঘরের মাঠ ন্যুক্যাম্পে বার্সার প্রতিপক্ষ ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি প্যারিসে ৪-০ গোলে জয় পায় পিএসজি। বিশাল এই জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছেন এ্যাঞ্জেল ডি মারিয়া, এডিনসন কাভানিরা। এ কারণে আসরে টিকে থাকতে হলে অবিশ্বাস্য কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়তে হবে বার্সাকে। সেটা যে প্রায় অসম্ভব বোঝা যাচ্ছে ইতিহাসে দৃষ্টি দিলেই। কেননা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে নকআউট পর্বে প্রথম লেগে চার গোলে পিছিয়ে থেকে কোন দলের পরের রাউন্ডে যাওয়ার নজির নেই। এরপরও কাতালানরা স্বপ্ন বুনছে। স্প্যানিশ লা লিগার সর্বশেষ তিন ম্যাচের ফলাফলই আত্মবিশ্বাস যোগাচ্ছে স্প্যানিশ পরাশক্তিদের। ঘরের মাঠ, পরিচিত পরিবেশÑ সবকিছুই কাতালানদের পক্ষে। এখন শুধু অলৌকিক কিছু করে দেখান। ইউরোপে কোন দলই এ পর্যন্ত ঘরের বাইরে ৪-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে পরের পর্বে গেছে এমন নজির নেই। কিন্তু লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মতো প্রতিভা যে দলে আছে তাদের পক্ষে যে কোন কিছুই করা সম্ভব। ক্লাবের অন্যতম সফল তারকা নেইমার তাই ইতিহাস গড়ারই স্বপ্ন দেখছেন। পিএসজির বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে নামার আগে নেইমার বলেন, পিএসজির বিরুদ্ধে আমরা লড়াই করব। তারপর দেখা যাবে কি হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং সঠিক পথেই আছি। আমি নিজেদের ওপরেই দেখতে পাচ্ছি। বুধবার অবশ্যই আমরা ভাল খেলতেই মাঠে নামব। ২০১২-১৩ ও ২০১৩-১৪ দুই মৌসুমেই বার্সিলোনা নকআউট পর্বে পিএসজিকে হটিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিল। কিন্তু এবার সবদিক থেকেই ফরাসী চ্যাম্পিয়নরা এগিয়ে। সাম্প্রতিক সময়ে মেসি-নেইমারদের অসাধারণ পারফর্মেন্স ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন দেখাচ্ছে বার্সা কোচ লুইস এনরিকেকে। লা লিগায় গত দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠিয়েছে বার্সিলোনা, খেয়েছে মাত্র একটি। এনরিকের মতে, পিএসজির বিরুদ্ধে প্রস্তুতি সারতে এর চেয়ে ভাল দুটি ম্যাচ হতে পারে না। বার্সা বস বলেন, শুধু গোলগুলোর জন্য নয়। যেভাবে আমরা তাদের হারিয়েছি সেজন্য। সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচ বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে এনরিকেকে। ওই ম্যাচে মেসি জোড়া গোল করেন, নেইমার করেন এক গোল। এনরিকে বলেন, চলতি মৌসুমে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ এবং গত দুইমাসের মধ্যে সবচেয়ে সেরা। আর এটা এসেছেও দারুণ সময়ে, মৌসুমে শেষ ধাপে। পিএসজির বিরুদ্ধে আমরা লড়াইয়ে ফেরার সুযোগ পাব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। পিএসজির চেয়ে যে আমরা ভাল, সেটা দেখানটাই আমাদের চ্যালেঞ্জ। এটা কঠিন হবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমরা দারুণ খেলে লড়াইয়ে ফিরতে পারি। স্বাভাবিকভাবেই তেতে আছে বার্সা। প্রতিশোধের একটা স্পৃহাও আছে। তাই পিএসজিও সতর্ক তাদের নিয়ে। দলটির কোচ উনাই এমেরি বলেন, এবার হয়ত তারা (বার্সিলোনা) আরও বিপজ্জনক হবে। প্রথম লেগের ফল টপকাতে তাদের কাজ করতে হবে। এটার জন্য যে দক্ষতা দরকার তাদের সেটা আছে। তাদের এমনসব খেলোয়াড় আছে, যারা কঠিন ম্যাচ খেলে অভ্যস্ত এবং এই ফল অতিক্রম করতে সক্ষম। শিষ্যদের উদ্দেশে এমেরি বলেন, প্রথম লেগের ফল কাজে লাগিয়ে এই জটিল অংশটুকু (ফিরতি লেগ) পেরুতে আমাদের ভালভাবে কাজ করা দরকার। তবে পরবর্তী ৯০ মিনিটের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। তবে পিএসজিকে নিয়ে আশাবাদী দলটির জার্মান উইঙ্গার জুলিয়ান ড্রাক্সলার। তিনি বলেন, অনেক দলই ন্যুক্যাম্পে ৫-০ গোলে হেরেছে, আমরাও সেটা জানি এখানে সবকিছুই সম্ভব। কিন্তু তারপরও সবমিলিয়ে আমি নিশ্চিত কোয়ার্টারে আমরাই খেলব। আমি মনে করি রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক থাকাটা জরুরী। এদিকে এ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ট আজ রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে বেনফিকাকে আতিথ্য দিবে। গ্যাবোরে স্ট্রাইকার পিয়েরি-এমেরিক অবামেয়াং পেনাল্টির সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধে কোস্টাস মিটরোগ্লুসের গোলে লিসবনে গতমাসে পর্তুগীজ দলটি জয় পায়। ফিরতি লেগ তাই ডর্টমুন্ডের জন্য বাঁচা-মরার।
×