ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হলুদ ট্যাক্সিতে দুর্ঘটনা কম

প্রকাশিত: ০৬:০৯, ৮ মার্চ ২০১৭

হলুদ ট্যাক্সিতে দুর্ঘটনা কম

নীল ট্যাক্সির তুলনায় হলুদ ট্যাক্সিতে দুর্ঘটনার হার কম। সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নয়া গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সিঙ্গাপুর শহরে গত তিন বছরের সংঘটিত সড়ক দুর্ঘটনার উপাত্ত বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, একই সময়ে সংঘটিত দুর্ঘটনার মধ্যে নীলের তুলনায় হলুদ ট্যাক্সির পরিমাণ অনেক কম। অর্থাৎ প্রতিমাসে এক হাজার ট্যাক্সি দুর্ঘটনার মধ্যে হলুদের তুলনায় নীল ট্যাক্সির পরিমাণ ছয় শতাংশ বেশি। কারণ হিসেবে বলা হয়েছে, নীলের চেয়ে হলুদ বেশি উজ্জ্বল রং। আর দূর থেকে হলুদ রং বেশি চোখে পড়ে। গবেষণাটি সোমবার প্রখ্যাত ‘প্রোসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে যে, রঙের চেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতাও দুর্ঘটনার একটি বড় কারণ। শুধু তাই নয়, অপেক্ষাকৃত শান্ত স্বভাবের চালকরা হলুদ গাড়ি চালাতে আগ্রহী হয় বলে এই গাড়িতে দুর্ঘটনা কম উল্লেখ করা হয়েছে। এসব বিবেচনা করে সিঙ্গাপুরের গবেষক দলটি স্কুলবাসসহ অন্যান্য পাবলিক পরিবহন হলুদ রং করার পরামর্শ দিয়েছে। সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান হু তেক হুয়া বলেছেন, ঝাপসা রঙের গাড়িগুলো বেশি দুর্ঘটনায় পড়ে। আর আমাদের গবেষণায়ও উঠে এসেছে যে গাড়ির রঙের সঙ্গে দুর্ঘটনার একটি যোগসূত্র রয়েছে। তিনি বলেন, গাড়ির রঙের পরিবর্তন অনেক সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পারে। তাই দুর্ঘটনা কমাতে অন্যান্য রংয়ের ট্যাক্সিগুলোকে হলুদ রং করার পরামর্শ দেন তিনি। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বিশ্বব্যাপী কয়েক হাজার মিলিয়ন ডলার সমতুল্য অর্থ অপচয় হয়। ২০০৩ সালে নিউজিল্যান্ড ও ২০০২ সালে স্পেনের এক গবেষণায় একই কথা বলা হয়েছিল। ওই দুই গবেষণায় হয় সাধারণত উজ্জ্বল রংয়ের গাড়িগুলোতে মুখোমুখি সংঘর্ষের হার কম হয়। বিবিসি অবলম্বনে।
×