ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দোহার ব্যান্ডের কালিকা নিহত

প্রকাশিত: ০৬:০৮, ৮ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় দোহার ব্যান্ডের কালিকা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাংলা লোকগানের জনপ্রিয় দল ‘দোহার’-এর প্রধান গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তার বয়স হয়েছিল ৪৭ বছর। পুলিশ সূত্রের খবরে বলা হয়, হুগলির গুড়াপের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মঙ্গলবার সকালে গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন কালিকা প্রসাদ। সকাল ১০টা নাগাদ হুগলির গুড়াপে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রচ- গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদসহ মোট ৬ জন। গুরুতর আঘাত পান তিনি। আহত হন তার আরও পাঁচ সঙ্গী নীলাদ্রি রায়, অর্ণব রায়, সন্দীপন পাল, সুদীপ্ত চক্রবর্তী ও রাজীব দাস। স্থানীয়দের সাহায্যে আহতদের বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের। কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার মৃত্যুতে কলকাতার শিল্পীমহলে নেমে আসে শোকের ছায়া। তার আকস্মিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছেন না কবীর সুমন, শ্রাবণী সেন, উষা উত্থুপ, রূপঙ্কর, সুরজিৎ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। বাংলা লোকগানের দল দোহারের পথচলা শুরু ১৯৯৯ সালে। গ্রামবাংলার লোকগানকে সযতেœ তুলে ধরেছিল দোহার। শহুরের মানুষকে মাটির গান শোনাতেই এ দলের জন্মÑ এমনটাই জানিয়েছিল দোহার। উত্তর-পূর্ব তথা গোটা বাংলার বাউল-ভাটিয়ালী-চটকা-ঝুমুর-সারিগান-বিহুড় সব গানই লালন করেছে দোহার।
×