ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসের নিজ বাসা থেকে চবি শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৭, ৮ মার্চ ২০১৭

ক্যাম্পাসের নিজ বাসা থেকে চবি শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। পুলিশ জানায়, প্রফেসর আজাদ স্ত্রী প্রফেসর ড. শাহানারা বেগম ও এক সন্তানসহ ক্যাম্পাসের দক্ষিণ আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়িকা হাউজিং সোসাইটির নিজ বাসায় থাকতেন। কিন্তু ঘটনার সময় কেউ বাসায় ছিলেন না। প্রফেসর শাহানারা সাড়ে তিনটার দিকে বাসায় ফিরলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত স্বামীর লাশ দেখেন। এ দৃশ্য দেখে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন এবং চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীদের অনেকে ঘটনাস্থলে হাজির হন। তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। বাসার মূল ফটকটি তালাবদ্ধ থাকলেও ভেতরের রুমের দরজা খোলা অবস্থায় ছিল বলে পুলিশ জানায়। স্ত্রীর বক্তব্য অনুযায়ী, তার সঙ্গে থাকা চাবি থাকায় তিনি মূল ফটকের তালা খুলে ভেতরে ঢুকে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি আত্মহত্যা করেছেন নাকি এর নেপথ্যে কোন রহস্য আছে সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। প্রফেসর আজাদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে তিনি জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তার স্ত্রী প্রফেসর শাহানারা বেগম চবি রসায়ন বিভাগের শিক্ষক। বিকেল পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। এ বিষয়ে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া জানান, ‘লাশের সুরতহাল রিপোর্ট হওয়ার পর ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
×