ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার শরণার্থী ফেরত পাঠাতে জাকার্তার সহযোগিতা কামনা

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মার্চ ২০১৭

মিয়ানমার শরণার্থী ফেরত পাঠাতে জাকার্তার সহযোগিতা কামনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠাতে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এবং এর সমাধান প্রয়োজন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আইওআরএ লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন। খবর বাসসর। বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমারের এই সমস্যা নিয়ে আলোচনা করতে দুটি দেশ সফর করেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক ইউনিটের প্রধান (সচিব) রিয়ার এ্যাডমিরাল (অব) মোঃ খোরশেদ আলম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বলেন, জাকার্তা কনভেনশন সেন্টারে আইওআরএ লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের শরণার্থী সমস্যাটি আলোচিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভূমিকা নেয়ার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান। শহীদুল হক বলেন, রেল, ওষুধ শিল্প এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও দুই নেতার বৈঠকে আলোচনা হয়। শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসছেন ॥ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বাংলাদেশ সফরে আসছেন। চলতি বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আর চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। মঙ্গলবার জাকার্তায় ওই দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। বৈঠকে ওই দুই দেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। সে অনুযায়ী চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আর চলতি বছরের মাঝামাঝি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র সচিব আরও জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে এলএনজি টার্মিনাল তৈরিতে ইন্দোনেশিয়ার বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরের আগে এ বিষয়ে উভয়পক্ষ আরও আলোচনা করবে। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দুই দেশের মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রেস ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিট বিভাগের প্রধান খুরশেদ আলম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলন শেষে আজ বুধবার ঢাকায় ফিরবেন।
×