ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় সৌদি বাদশাহর ওপর জঙ্গী হামলার চক্রান্ত নস্যাত

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মার্চ ২০১৭

মালয়েশিয়ায় সৌদি বাদশাহর ওপর জঙ্গী হামলার চক্রান্ত নস্যাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ওপর এক জঙ্গী হামলার পরিকল্পনা নস্যাত করে দেয় মালয়েশিয়ার পুলিশ। মাসব্যাপী বিদেশ সফরের অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি বাদশাহ সালমান বিশাল বহর নিয়ে মালয়েশিয়া সফরে যান। এই সফরের আগেই চার ইয়েমেনীসহ অপর তিনজনকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। আটক এই চার ইয়েমেনী দেশটির শিয়া হুতি সম্প্রদায়ের লোক। ইয়েমেনের এই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দুই বছর ধরে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। খবর বিবিসি, মিডল ইস্ট মনিটর ও গালফ নিউজের। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর মঙ্গলবার প্রথমবারের মতো এই ঘটনা প্রকাশ করেন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি বাদশাহর কুয়ালালামপুর সফরের সময় তার ওপর জঙ্গী হামলার ষড়যন্ত্র করছিল আটককৃতরা। কিন্তু আমরা এই ঘটনার আগেই এদের আটকাতে সমর্থ হই। আটককৃতদের মধ্যে ইয়েমেনী নাগরিকের পাশাপাশি একজন মালয়েশীয় এবং অপর একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে। আটক চার ইয়েমেনী নাগরিকের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা ছিল বলে তিনি জানান। গত ২১ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে কুয়ালালামপুরের কাছের দুটি এলাকা থেকে এদের ধরা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট ও ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে বাদশাহ সালমানকে হত্যার এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
×