ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ভার্সিটির সমাবর্তনে যোগ দিতে ঢাকায় আসছেন প্রফেসর জন উড

প্রকাশিত: ০৫:২১, ৮ মার্চ ২০১৭

ওয়ার্ল্ড ভার্সিটির সমাবর্তনে যোগ দিতে ঢাকায় আসছেন প্রফেসর জন উড

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন এর মেটালারজি বিভাগের সাবেক অধ্যাপক এবং এ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের বর্তমান সেক্রেটারি জেনারেল প্রফেসর জন উড (পি.এইচ.ডি) আজ ঢাকায় আসছেন। তিনি আগামীকাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩১৭৯ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। প্রফেসর জন উড ১৯৯৯ সালে রয়েল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ফেলো হিসাবে মনোনীত হন এবং বর্তমানে এ সংস্থার কাউন্সিলর ও ইন্টারন্যাশনাল কমিটির একজন সদস্য। তদুপরি তিনি কমান্ডার অব দ্য ব্রিটিশ এমপায়ার এবং ফেডারেল রিপাবলিক অব দ্য জার্মানির একজন অর্ডার অব দ্য মেরিট অফিসার। তাছাড়া তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। -বিজ্ঞপ্তি রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন কাল রাবি সংবাদদাতা ॥ ‘বৈশ্বিক শান্তি নিশ্চিতকল্পে রাষ্ট্রসমূহের বিরোধ প্রশমিতকরণ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। রাবি ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরইউমুনার সভাপতি রিফাত বিন আরমান।
×