ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে ১০৬ মামলায় দেড় লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৫:২০, ৮ মার্চ ২০১৭

ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে ১০৬ মামলায় দেড় লাখ টাকা জরিমানা আদায়

মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকার খিলগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও মানিক মিয়া এভিনিউ এলাকায় মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০৬টি মামলায় ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় এবং আটটি মামলায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে আটজন গাড়িচালককে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪১টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় এবং লাইসেন্সবিহীন বাস, পিকআপ ও সিএনজি অটোরিক্সা চালনার অপরাধের ছয়টি মামলায় মোঃ রফিক (৩০), রাজু বিশ্বাস (৩৪), মফিজুল ইসলাম রতন (২২), লাভলু ইসলাম (২৪), মাসুদ (৩২), সেলিম (৪২) নামে ছয়জন চালকের প্রত্যেককে এক মাস মেয়াদে কারাদ- প্রদান করেছে। একই আদালত রাস্তায় চলাচলের অযোগ্য ১টি এ্যাম্বুলেন্স, ১টি প্রাইভেকার, ১টি সিএনজি অটোরিক্সা ও ২টি পিকআপ ডাম্পিং স্টেশনে প্রেরণ করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৬টি মামলায় ৩৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় ও লাইসেন্সবিহীন গাড়িচালনার অপরাধের ২টি মামলায় রাসেল (২৫), রিমন (২২) নামে দুইজন গাড়িচালকের প্রত্যেককে ১৫ দিনের কারাদ- প্রদান এবং লক্কড়-ঝক্কড় ও কাগজপত্রবিহীন গাড়িচালনার অভিযোগে বাহন, তুরাগ, ছালছাবিল পরিবহনের পাঁচটি বাস ডাম্পিং স্টেশনে প্রেরণ করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি মামলায় ৪০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। -বিজ্ঞপ্তি
×