ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যায় ব্যবহৃতঅস্ত্র ৩৩ দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৪:০৫, ৮ মার্চ ২০১৭

সাংবাদিক শিমুল হত্যায় ব্যবহৃতঅস্ত্র ৩৩ দিন পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৭ মার্চ ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র ৩৩ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়র মীরু ও তার ভাই হাসিবুল হক মিন্টুকে। জিজ্ঞাসাবাদে শিমুল হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করে মিন্টু। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেয়রের বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র মীরু ও তার ভাই মিন্টুকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক নজরুল ইসলাম তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সোমবার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করে মিন্টু। সেই তথ্যের আলোকে মঙ্গলবার সকালে তাদের বাড়ি পাশের একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। শিঙ্গাড়া খেয়ে ছয় শিক্ষার্থী হাসপাতালে স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীরা শিঙ্গাড়া খেয়ে অসুস্থ হলে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায়, সোমবার রাতে পাঠানপাড়া জুবাইদিয়া কেরাতুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসের ১৫ শিক্ষার্থী পার্শ্ববর্তী হোটেলের সরবরাহকৃত শিঙ্গাড়া খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার সকালে অসুস্থ ৬ জনকে মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আক্রান্ত শিক্ষার্থীরা হলেন ফিরোজ আলম (১২), হোসেন আলী (১৩), স্বাধীন মিয়া (১৩), রাকিবুল ইসলাম রাহুল (১২), রসুল মিয়া (১৪) নাহিদ হাসান (১১)। যক্ষ্মা নিয়ন্ত্রণে সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ মার্চ ॥ যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র জেলা শাখার উদ্যোগে শহরের নিউমার্কেট মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় বলা হয়, বিশ্বে যক্ষ্মাপ্রবণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান সপ্তম। প্রতিবছর বিশ্বে ৯৬ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় এবং একই সময়ে ওই রোগে মারা যায় ১৫ লাখ। আর বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ২২৭ জন করে মোট ৩ লাখ ৬৩ হাজার ২শ লোক আক্রান্ত হয় এবং একই সময়ে মারা যায় প্রতি লাখে ৫১ জন করে মোট ৮১ হাজার ৬০০ জন। কিন্তু যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা বিনামূল্যে সেবা দিলেও গড়ে ওঠেনি গণসচেতনতা। ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মার্চ ॥ কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের চারতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, সুলতান মাহমুদ, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান হাওলাদার, কাউন্সিলর হুমায়ুন কবির, মাহবুবুল আলম, মাহমুদুল হাসান সুজন মোল্লা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
×