ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে দিন-দুপুরে দেড় কোটি টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:০৫, ৮ মার্চ ২০১৭

সাভারে দিন-দুপুরে দেড় কোটি টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ মার্চ ॥ সাভারে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের নাজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় ৩ জন। জানা গেছে, এদিন দুপুরে ওই এলাকাস্থ ‘অবনী নীট ওয়ার লিমিটেড’ নামক পোশাক কারখানা থেকে একটি প্রাইভেটকারে করে অবনী ফ্যাশনের শ্রমিকদের বেতন দেয়ার জন্য ৪টি ব্যাগে করে ২ কোটি ১৩ লাখ টাকা নিয়ে ওই পোশাক কারখানার জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদ ৪ সহকর্মীসহ ঋষিপাড়া পদ্মার মোড় এলাকাস্থ ওই কারখানার উদ্দেশে রওনা দেন। সিঙ্গাইর সড়কে প্রাইভেটকারটি ইউটার্ন নেয়ার সময় ৪টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৮ দুর্বৃত্ত প্রাইভেটকারটির গতিরোধ করে এবং তাদের মধ্যে একজন গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিটি লাগে গাড়ির চাকায়। এরপর দুর্বৃত্তরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে সামনে থাকা ১টি ও পেছনে থাকা ২টি ব্যাগে থাকা নগদ ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ৫ জনের মধ্যে ৩ জন আহত হন। এ ঘটনা দেখে আতঙ্কে আশপাশের লোকজন চিৎকার করলে অপর একটি ব্যাগে রাখা ৬৩ লাখ টাকা ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম জান্নাত এবং তার বাড়ি ভোলা জেলায় বলে উল্লেখ রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সৈকত আবাসিক এলাকার কটেজ জোনের ‘সাজ্জাদ কটেজ’ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সাজ্জাদ কটেজের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর মৃতদেহ ঝুলে থাকার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ কক্ষটির দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। বাগেরহাটে বৃদ্ধ ও যুবক নিহত স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, পৃথক ঘটনায় বৃদ্ধ ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার দেপাড়া গ্রামের একটি বাগান থেকে আব্দুর সালাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, রামপালের বেতিবুনিয়া এপিবিএন পুলিশ ক্যাম্পের পাশে একটি গাছের ডালে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
×