ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অচল সড়কে সচল সেতু

প্রকাশিত: ০৪:০৩, ৮ মার্চ ২০১৭

অচল সড়কে সচল সেতু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আশ্চর্যজনক হলেও সত্য যে, কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল ডাঙ্গারহাটে ধনীর উদ্দিনের বাড়ির অদূরে অচল কাঁচা সড়কে এবার নির্মাণ করা হয়েছে সচল সেতু। গ্রামীণ এই কাঁচা সড়কটি সংস্কার না করে সেখানে সেতু তৈরি করা হয়েছে। আবার সেতু তৈরি করা হলেও সেতুর সঙ্গে নেই সংযোগ! অভিযোগ উঠেছে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিল প্রদান করা হলেও কাঁচা সড়কটি সংস্কার করা হয়নি। জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে গত ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৪ ফুট প্রস্থ ও ১২ মিটার দৈর্ঘ্য এই সেতটিু নির্মাণ করা হয়। যার রাস্তা সংস্কার ও সেতুর সঙ্গে সংযোগ স্থাপনে ব্যয় করা হয় ২৭ লাখ ৯৪ হাজার ২৫৩ টাকা। কিন্তু সেতুটি নির্মাণে এক বছর গত হলেও এখন পর্যন্ত কোন সংযোগ সড়ক নির্মাণ না করায় বিভিন্ন গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিকল্প পথে ঘুরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। শুক্রবার সরেজমিনে গেলে উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ জানান, সেতুটির দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ না করার কারণে পার্শ¦বর্তী ইউনিয়নের সরদারপাড়া, ডাঙ্গিপাড়া, বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল,কালুরঘাট, পাগলাটারি গ্রামের শত শত মানুষ ও নয়ালখাল স্কুল এ্যান্ড কলেজ, মাহবুবিয়া দাখিল মাদ্রাসা, খালিসা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। নয়ালখাল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী মিশু আক্তার বলেন, সেতু নির্মাণের আগে সেখানে বাঁশের সাঁকো তৈরি করা ছিল। এখন সেতু নির্মাণ হলেও সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় ওই পথে চলাচল করা যায় না। বর্ষাকালে সড়কটি মেরামত করা না হলে আমাদের স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সংযোগ সড়ক নির্মাণ ও সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে পত্র দিয়েছি। বিনামূল্যে ছাগল বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ মার্চ ॥ সদর উপজেলার জাঠিভাংগা এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদ অসহায় ২৮টি শহীদ পরিবারের মাঝে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, শুকানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা কমান্ডার সুবোদ চন্দ্র রায়, সিডিএস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম, নিসচার কেন্দ্রীয় সদস্য ননী গোপাল বর্মণ, একরামুল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। সাংবাদিকদের কর্মশালা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর মাস্টার সেফ কমিউনিটি সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে রাজশাহীতে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন রিপোর্টার ও ক্যামেরাম্যান এতে অংশ নিচ্ছেন। মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ প্রথম দিনের সেশন পরিচালনা করেন। উদ্বোধন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন উপস্থিত ছিলেন।
×