ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরফান উদ্দিন আহমেদ বিআইএফসির নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০০, ৮ মার্চ ২০১৭

ইরফান উদ্দিন আহমেদ বিআইএফসির নতুন চেয়ারম্যান

সম্প্রতি বিআইএফসি’র পরিচালনা পর্ষদ সভায় ইরফানউদ্দিন আহমেদ বিআইএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জনাব আহমেদ ১৯৭৭ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংক লিমিটেডের মাধ্যমে তাঁর ব্যাংকিং পেশা শুরু করেন এবং পরবর্তীতে ক্রমাগত পদোন্নতি পেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন, যেমন ক্রেডিট, এ্যাকাউন্টস, এইচ আর, প্ল্যানিং এবং এমআইএস। জনাব আহমেদ ১৯৯৯ সালে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। আবার পরবর্তীতে তিনি ব্যাংক এশিয়া লিমিটেডে ১৯৯৯ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। ২০০৩ এবং ২০০৬ সালে একই ব্যাংকে তিনি যথাক্রমে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পান এবং এই সময়ে ব্যাংকের সকল অপারেশন সংক্রান্ত বিভাগ তার তত্ত্বাবধায়নে পরিচালিত হতো। জানুয়ারি ২০০৯-এ জনাব আহমেদ ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন এবং তা ২০১১ এর মে মাস পর্যন্ত পালন করেন। -বিজ্ঞপ্তি ৭ মাসে এলসি বেড়েছে ১২ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বিভিন্ন পণ্য আমদানির জন্য দুই হাজার ৭৪৬ কোটি ৪০ লাখ (২৭.৪৬ বিলিয়ন) ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। এই অঙ্ক গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, এই সাত মাসে চিনি আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ৭১ শতাংশ। ডালে বেড়েছে আরও বেশি, ৮৫ শতাংশ। গম আমদানিতে বেড়েছে ২৯ দশমিক ৩২ শতাংশ। ফলে ২৬ দশমিক ৩৮ শতাংশ। শিশু খাদ্যে ৫৫ শতাংশ এবং ওষুধ আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ। জ্বালানি তেল আমদানিতে এলসি বেড়েছে ১৩ শতাংশের বেশি। অন্যদিকে চাল আমদানির এলসি খোলার পরিমাণ কমেছে প্রায় ৭৪ শতাংশ। পেঁয়াজের এলসি কমেছে ৩৫ দশমিক ২২ শতাংশ; ভোজ্যতেলের কমেছে ৮ দশমিক ১৩ শতাংশ। তথ্যে দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে দুই হাজার ৬৫৫ কোটি ১২ লাখ (২৬.৫৫ বিলিয়ন) এলসি নিম্পত্তি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ২৪ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে দুই হাজার ৩৬৫ কোটি ৫৪ লাখ (২৩.৬৫ বিলিয়ন) এলসি নিষ্পত্তি হয়েছিল। এলসি খোলার পরিমাণ ছিল দুই হাজার ৪৪৫ কোটি ১৯ লাখ (২৪.৪৫ বিলিয়ন) ডলার।
×